সিরাজগঞ্জ শহরের ধানবান্ধি আদর্শ মানব কল্যাণ সমাজের উদ্যোগে ৩৫০ জন গরীব, অসহায়, দুস্থ ও দরিদ্র কর্মহীন পরিবারের মধ্যে খাদ্য উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
শুক্রবার (০৬ ডিসেম্বর) সকাল ৯ টায় জে,সি রোডস্থ ধানবান্ধি আদর্শ মানব কল্যাণ সমাজ কার্যালয়ে আয়োজিত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধানবান্ধি আদর্শ মানব কল্যাণ সমাজের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক হাজী মো. আব্দুস সাত্তার। অনুষ্ঠানে সঞ্চালনা করেন সমাজের সাধারণ সম্পাদক প্রফেসর মো. মাসুদ রানা।
অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে হাজী মো. আব্দুস সাত্তার বলেন, "আমরা সবসময় গরীব, অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের সেবা প্রদান করে থাকি। আমাদের মূল লক্ষ্য হলো সমাজের প্রতিটি মানুষের পাশে থাকা এবং তাদের খোঁজ-খবর নেওয়া। এই উদ্যোগ আমাদের সেই প্রচেষ্টারই অংশ। এছাড়া প্রতি বছর শীতকালীন সময়ে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়, যাতে শীতকালীন সময়ে তারা কষ্ট না পায়। ভবিষ্যতে এসব মানবিক কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।"
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ধানবান্ধি ১০ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মো. শাহজাহান আলী সাজা এবং সাধারণ সম্পাদক হিলটন খন্দকার।
এ সময় আরও উপস্থিত ছিলেন হাজী কোরপ আলী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোকতেল হোসেন, শহর বিএনপি নেতা শহিদুল ইসলাম, সার্জেন্ট এস এম রফিকুল ইসলাম, মো. হেলাল আহমেদ, মোঃ আব্দুস সালাম, মো. শাহাদত মন্ডল, সহ-সভাপতি ছানোয়ার হোসেন, সহ-সাধারণ সম্পাদক নুরুল ইসলাম টেক্কা, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক মাহবুবুল হক, কার্যকরী সদস্য রুহল আমীন, সদস্য উজ্জল হোসেন বাবু, মো. রফিকুল ইসলাম রফিক, মাসুদ করিম খান বাবু, মির্জা সবুজ, মো. মাসুদুর রহমান মাসুদ, মহর আলী, মো. হাফিজুর রহমান প্রমুখ।
আরও পড়ুনঃ মাগুরা আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুল মাঠে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
এ দিন ৩৫০ জন অসহায় মানুষের মধ্যে ১০ কেজি চাল, ২ কেজি আটা, ১ কেজি লবণ, ১ কেজি আলু, ১ কেজি মসুর ডাল, ১/২ কেজি চিনি বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী পেয়ে হতদরিদ্র মানুষের মুখে আনন্দের ঝিলিক দেখা যায়। এ সময় হাজী মো. আব্দুস সাত্তার তাদের কয়েকজনকে জড়িয়ে ধরে সহানুভূতি জানাতে দেখা যান।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha