আজকের তারিখ : এপ্রিল ৪, ২০২৫, ৮:৩৭ পি.এম || প্রকাশকাল : ডিসেম্বর ৬, ২০২৪, ১২:২৯ পি.এম
ভূরুঙ্গামারীতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে রাতের আধারে ঘন কুয়াশায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছেন। গতকাল রাত ৩টার দিকে ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়কের জয়মনিরহাট শহীদ সামাদ নগর টেকনিক্যাল কলেজের পাশে এই দুর্ঘটনা ঘটে।
নিহত দুই বন্ধু হলেন, ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের কামাত আঙ্গারিয়া মুন্সী পাড়া এলাকার আব্দুল গফুরের ছেলে রশিদুল ইসলাম (৩৯) এবং বলদিয়া ইউনিয়নের আবুল ফজল সরকারের ছেলে কামাল হোসেন খোকন (৩৯)। রশিদুল ইসলাম ধান-চাল ও চাতাল ব্যবসায়ী এবং কামাল হোসেন খোকন সোনাহাট স্থলবন্দরের আমদানি-রপ্তানি ব্যবসায়ী ছিলেন।
নিহতের স্বজনরা জানান, গত বৃহস্পতিবার দুই বন্ধু ব্যবসায়ীক কাজে রংপুর মহানগরীতে যান। কাজ শেষে রাতে মোটরসাইকেলযোগে রংপুর থেকে ভূরুঙ্গামারী আসার পথে, আনুমানিক রাত ৩টার দিকে জয়মনিরহাট ইউনিয়নের শহীদ সামাদ নগর টেকনিক্যাল কলেজের কাছে ঘন কুয়াশায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থলেই রশিদুল ইসলাম নিহত হন। পরে, খোকনের আত্মচিৎকারে স্থানীয়রা এসে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে খোকনও মারা যান।
আরও পড়ুনঃ যশোরে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মুনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha