আজকের তারিখ : জুলাই ১৯, ২০২৫, ১০:০৭ পি.এম || প্রকাশকাল : নভেম্বর ২৮, ২০২৪, ৭:০৯ পি.এম
মুকসুদপুরে ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন মিয়া আটক

মো: বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের মুকসুদপুরে ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন মিয়াকে আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুর দেড়টার দিকে মুকসুদপুর উপজেলা পরিষদ চত্বর থেকে গোপালগঞ্জ ডিবি পুলিশের একটি দল তাকে আটক করে।
আটক সালাউদ্দিন মিয়া মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।
বৃহস্পতিবার মুকসুদপুর উপজেলা পরিষদের আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় যোগ দিতে আসা ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন মিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মিটিং শেষ করার পর নিচে নামলে গোপালগঞ্জ ডিবি পুলিশের একটি দল তাকে আটক করে।
এ বিষয়ে মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তফা কামালের কাছে জানতে চাইলে তিনি আটকের সত্যতা স্বীকার করেন। তবে কী মামলায় তাকে আটক করা হয়েছে, তা এই রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি।
আরও পড়ুনঃ “এখনো গুলির শব্দ কানে বাজে” – শাহদৌলা সরকারি কলেজ কর্তৃক স্মরণ সভায় গুলি বিদ্ধ রনি আহমেদ
উল্লেখ্য, গত ইউপি নির্বাচনে সালাউদ্দিন মিয়া মহারাজপুর ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আশরাফ আলী আশু মিয়ার বিরুদ্ধে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেন। ওই নির্বাচনে তিনি আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে পরাজিত করেন। বিদ্রোহী প্রার্থী হওয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদ থেকে বহিস্কার করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha