আজকের তারিখ : জুলাই ২২, ২০২৫, ৩:০১ পি.এম || প্রকাশকাল : নভেম্বর ২৩, ২০২৪, ১:৩৯ পি.এম
ফরিদপুরে বাংলাদেশ জাতীয় পার্টি মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফরিদপুরে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) মতবিনিময় সভা এবং বিজেপিতে যোগদান অনুষ্ঠান গত শুক্রবার রাতে ফরিদপুরে অনুষ্ঠিত হয়।
এতে চর মাধবদিয়া ইউনিয়নের প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী বিজেপিতে যোগদান করেন।
অনুষ্ঠানের শুরুতে বিজেপির জেলা কমিটির সভাপতি আরিফুর রহিম রনির সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শাহরিয়ার আহমেদ অভি, সাংগঠনিক সম্পাদক ফয়সল খান রুবেল, রিজভী আহমেদ রুবেল, শরিফুল ইসলাম সোহান, আরিফুজ্জামান প্রিন্স, মোঃ শরীফ হোসেন, চর মাধবদিয়া ইউনিয়ন বিজেপির সভাপতি মোঃ খায়ের খান, সাধারণ সম্পাদক মোঃ সাহিদ, বিজেপি নেতা ডাক্তার এনামুল হক, মোঃ সুজাত মিয়া প্রমুখ।
সভায় বক্তারা বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তারা ফরিদপুরে বিজেপির কর্মকাণ্ডে গতি আনার জন্য এবং সংগঠনকে শক্তিশালী করার জন্য সকলকে একসাথে কাজ করার পরামর্শ দেন।
আরও পড়ুনঃ দৌলতপুরে চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে মাছ ব্যবসায়ী নিহত
অনুষ্ঠানের পরবর্তী পর্বে মোঃ খায়ের খানকে সভাপতি এবং মোঃ সাহিদকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটি আগামী দিনে বিজেপির কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। অনুষ্ঠান শেষে প্রায় পাঁচ শতাধিক নেতা-কর্মী বিজেপিতে যোগদান করেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha