কাজী নূর, যশোর জেলা প্রতিনিধি
হেমন্তকালীন কবিতা উৎসব করেছে বিদ্রোহী সাহিত্য পরিষদ- বিএসপি যশোর। বুধবার (২০ নভেম্বর) বিকালে প্রেসক্লাব যশোর মিলনায়তনে বিদ্রোহী সাহিত্য পরিষদ- বিএসপির উদ্যোগে হেমন্তকালীন কবিতা উৎসব ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন 'সুপ্রভাত সিডনি'র প্রধান সম্পাদক আব্দুল্লাহ ইউসুফ শামীম।
বিএসপি'র সভাপতি কবি আহমদ রাজুর সভাপতিত্বে এবং কবি ও গবেষক রবিউল হাসনাত সজলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান, কবি ও কলামিস্ট আমিরুল ইসলাম রন্টু, কবি ফারুক নওয়াজ, অধ্যক্ষ মোস্তাক মোর্শেদ, শিক্ষাবিদ আব্দুল খালেক প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিএসপির সাধারণ সম্পাদক কবি গোলাম মোস্তফা মুন্না। সংবর্ধিত অতিথির জীবনী পাঠ করেন সহ- সভাপতি- ২ নূরজাহান আরা নীতি। বক্তব্য রাখেন বিএসপির সাবেক সভাপতি কবি আবু দাউদ মোসলেহ উদ্দিন রতন, শাহরিয়ার সোহেল, কাজী নূর, ভদ্রাবতী বিশ্বাস, আতিয়ার রহমান, সঞ্জয় নন্দী।
হেমন্ত নিয়ে কবিতা পাঠ করেন, কবি সুরাইয়া শরীফ, অরুণ বর্মন, এমএ কাসেম অমিয়, এমএনএস তুর্কি, আহমেদ মাহবুব ফারুক, সোনিয়া সুলতানা চাঁপা, নাসির উদ্দিন, ডা. অমল কান্তি সরকার, আমিনুর রহমান, সানজিদা ফেরদৌস, শরীফ হোসেন ধীমান, নজরুল ইসলাম, হাজারী লাল সরকার, হোসেন উদ্দীন, ডা. এম আর খান মোহন,মাসুম বিল্লাহ, খলিলুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি 'সুপ্রভাত সিডনি'র প্রধান সম্পাদক আব্দুল্লাহ ইউসুফ শামীমকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় সংগঠনের পক্ষ থেকে তাকে বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা। রাত ৯ টায় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
আরও পড়ুনঃ রূপগঞ্জে সাংবাদিকের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন
প্রসঙ্গত, হেমন্ত হলো ষড়ঋতুর চতুর্থ ঋতু, যা কার্তিক ও অগ্রহায়ণ মাসের সমন্বয়ে গঠিত। শরৎকালের পর এই ঋতুর আগমন। এর পরে আসে শীত, তাই হেমন্তকে বলা হয় শীতের পূর্বাভাস। কৃত্তিকা ও আর্দ্রা এ দুটি তারার নাম অনুসারে নাম রাখা হয়েছে কার্তিক ও অগ্রহায়ণ মাসের। কার্তিকের পর আসে সার্বজনীন লৌকিক উৎসব নবান্ন। ‘অগ্র’ ও ‘হায়ণ’ এ দুই অংশের অর্থ যথাক্রমে ‘ধান’ ও ‘কাটার মৌসুম’। সম্রাট আকবর অগ্রহায়ণ মাসকেই বছরের ১ম মাস বা খাজনা তোলার মাস হিসেবে ঘোষণা করেছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha