মোঃ জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরের একটি পল্লী এলাকা থেকে রাজধানী ঢাকার যাত্রাবাড়ি থানায় লুট হওয়া একটি শর্টগান উদ্ধার করেছে র্যাব। সোমবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের কল্যাণপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয়।
র্যাব জানায়, র্যাব ১২ সিরাজগঞ্জের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান, পিপিএম এর নির্দেশনায় এবং সিপিসি ১ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার গোলাম মোর্তুজার নেতৃত্বে একটি অভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালায়। অভিযানে তারা হোগলবাড়িয়া ইউনিয়নের কল্যাণপুর গ্রামে, মেসার্স স্বদেশ ট্রেডিং মার্কেটের বিপরীতে, দৌলতপুর-ভেড়ামারা সড়কের পাশে কাশবনের মধ্যে একটি পরিত্যক্ত ১২ বোর বিদেশী শটগান উদ্ধার করে।
র্যাব জানায়, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, এই শটগানটি ৫ আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ি থানার পুলিশ স্টেশন থেকে লুট হয়ে যায়। উদ্ধারকৃত অস্ত্রটি বর্তমানে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে, এবং পরবর্তী পদক্ষেপ হিসেবে অনুসন্ধান চালানো হচ্ছে।
দৌলতপুর থানার ওসি শেখ আব্দুল আউয়াল কবির বলেন, "উদ্ধার হওয়া অস্ত্রটি সম্পর্কে আরও তথ্য জানার জন্য সংশ্লিষ্ট থানাগুলিকে অবহিত করা হয়েছে।"
আরও পড়ুনঃ ইবির দোতলা বাসের নিচে চাপা পড়ে বাইসাইকেল আরোহী নিহত
এদিকে, র্যাব জানিয়েছে যে, উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে পরবর্তী তদন্ত ও কার্যক্রম যথাযথভাবে চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।