আব্দুস সালাম তালুকদার, জেলা প্রতিনিধি, চাপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তাদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন।
সোমবার (১৮ নভেম্বর) দুপুর ২টায় উপজেলা প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, উপজেলার সমন্বয়ক ও আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুঃ রুহুল আমিন সিহাব, নাদেরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমির হোসেন, প্রসাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রইসুদ্দিন, পঞ্চিম আনারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুহুল আমীন এবং প্রসাদপুর হাজি আইয়ুব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক উম্মে আবেহা।
সম্মেলনে উপজেলা সহকারী শিক্ষকদের সমন্বয়ক মুঃ রুহুল আমিন সিহাব লিখিত বক্তব্যে বলেন, “শেখ হাসিনার পতনের পর দেশের প্রতিটি সেক্টরে বৈষম্য নিরসনের হাওয়া লেগেছে। আমরা রাস্তায় নেমে আন্দোলন সংগ্রাম করে অন্তর্বর্তীকালীন সরকারকে চাপের মুখে ফেলতে চাইনি, বরং প্রধান উপদেষ্টা মহোদয় থেকে শুরু করে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা এবং সচিব মহোদয়ের কাছে আমাদের ১০ম গ্রেডের দাবী তুলে ধরে লিখিত আবেদন জমা দিয়েছিলাম।
তবে, পরামর্শক কমিটির কার্যক্রম চলমান থাকা অবস্থায় এবং সুপারিশমালা প্রদানের পূর্বেই প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা এ মন্তব্য করেছেন যে, সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড প্রদান বাস্তবসম্মত নয়। এতে আমাদের উদ্বেগের সৃষ্টি হয়েছে।”
তিনি আরো বলেন, “যেখানে একটি কমিটি কাজ করছে, সেখানে এই ধরনের নেতিবাচক মন্তব্য সহকারী শিক্ষকদের মধ্যে গভীর ক্ষত তৈরি করেছে। যদি উনি আগেই কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলতেন, তাহলে পরামর্শক কমিটির কার্যক্রমের কোনো প্রয়োজন ছিলো না।"
এছাড়া তিনি অভিযোগ করেন, “বাম ধারার রাজনীতির বরপুত্র, পতিত স্বৈরাচার সরকারের আশির্বাদপুষ্ট ও মুখোশধারী সুশীল ব্যক্তিত্ব প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার এবং পতিত সরকারের আস্থাভাজন সচিব ফরিদ উদ্দিন আহম্মেদের যোগসাজসে এই বিতর্কিত কার্যক্রম পরিচালিত হচ্ছে। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশের মাটিতে পুনর্বাসন করার লক্ষে প্রাথমিকের ৩ লক্ষ সহকারী শিক্ষককে উস্কে দিয়ে সহিংস আন্দোলনে নামানোর অপচেষ্টা করছে।”
উল্লেখযোগ্য, সহকারী শিক্ষকেরা প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারের গত রবিবারের বক্তব্য প্রত্যাহার করার এবং তার পদত্যাগের দাবি জানান। তারা আরো বলেন, “এটি বাস্তবায়িত না হলে, সরকারের কাছে আবেদন থাকবে যে, তাকে উপদেষ্টা পদ থেকে সরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষাবিদকে শিক্ষা উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হোক।”
আরও পড়ুনঃ বিদ্যালয়ে অফিস সহকারী দিয়ে পাঠদান: শিক্ষার্থীদের অভিযোগ
সেই সাথে, তারা প্রাথমিক শিক্ষার মূল কারিগর সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড দ্রুত বাস্তবায়নের দাবি জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সমন্বয়ক মুঃ রুহুল আমিন সিহাব।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha