মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরে জাতীয়তাবাদ আইনজীবী ফোরামের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল দশটায় ফরিদপুরের জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে উপ কর্মসূচি পালিত হয়। ফরিদপুর জেলা ও দায়রা জজ আদালতে আইন কর্মকর্তা নিয়োগে আওয়ামী স্বৈরাচার দোসরদের অনুপ্রবেশের প্রতিবাদ ও নিয়োগ বাতিল করেন প্রসঙ্গে উক্ত মানববন্ধন প্রতিবাদ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন অ্যাডভোকেট মামুনুর রশিদ, মোহাম্মদ মাসুদ রানা, অ্যাডভোকেট হাফিজুর রহমান হাবিব, অ্যাডভোকেট কবির হোসেন , অ্যাডভোকেট হেমায়েত হোসেন অ্যাডভোকেট সৈয়দ রাশেদুল আলম তুহিন। এ সময় অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা গত ১৭ বছর আওয়ামী লীগ শাসনামলে তাদের উপর বিভিন্ন অনিয়ম ও বঞ্চনার কথা তুলে ধরেন । বক্তারা বলেন বিগত দিনে আমরা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে অত্যাচারিত হয়েছি। অথচ আজ যাদের নিয়োগ দেয়া হয়েছে তারা প্রত্যেকেই আওয়ামী লীগের সময় সুবিধাভোগী। তারা বিগত ১৭ বছর আওয়ামী লীগ সরকার থেকে বিভিন্ন রকম সুযোগ সুবিধা গ্রহণ করেছে। নেতৃবৃন্দ অবিলম্বে ওই নিয়োগ বাতিল করার আহ্বান জানান।
আরও পড়ুনঃ সমস্যার মুখোমুখি হবেন যুক্তরাষ্ট্রের হাজারো বাংলাদেশি
তারা আরো বলেন আমরা যারা জাতীয়তাবাদী রাজনীতির সাথে জড়িত শুধুমাত্র তাদেরই নিয়োগ দিতে হবে। এছাড়া অন্য কোন দল থেকে নিয়োগ করা হলে এটা মেনে নেয়া যাবে না । আর তাই অবিলম্বে উক্ত নিয়োগের বাতিলের দাবি করেন। তা না হলে আগামীতে আরো কঠিন কর্মসূচির ঘোষণা করা হবে বলে সমাবেশে জানানো হয়।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫