আজকের তারিখ : এপ্রিল ১৮, ২০২৫, ৪:২২ পি.এম || প্রকাশকাল : নভেম্বর ১৪, ২০২৪, ৬:৫৬ পি.এম
কুষ্টিয়া ব্যাটালিয়ন উদ্যোগে নদী ভাঙন পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান

ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার
কুষ্টিয়া দৌলতপুরে উদয়নগর বিওপি এলাকায় বিজিবি'র উদ্যোগে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ১ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান এবং স্থায়ী বাঁধ নির্মাণ এর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
বুধবার (১৩ নভেম্বর) সকালে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর দায়িত্বপূর্ণ দৌলতপুর উপজেলার উদয়নগর বিওপি পরিদর্শন করেন দক্ষিণ-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ হুমায়ূন কবীর, পিএসসি। পরিদর্শনকালে তিনি পদ্মা নদীর ভাঙ্গনের ভয়াবহতা পর্যবেক্ষণ করেন এবং স্থানীয় জনগণকে বিজিবি এর পক্ষ থেকে সাধ্যানুযায়ী সর্বাত্মক সহযোগিতা প্রদান করার আশ্বাস প্রদান করেন। পরবর্তীতে তিনি নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত এবং হতদরিদ্র ৪টি পরিবারের মাঝে ৬০,০০০/- টাকা এবং ২টি পরিবারের মাঝে ৪০,০০০/- টাকা, সর্বমোট ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা আর্থিক সহায়তা প্রদান করেন, যা বিজিবি'র মানবিক সহায়তা কার্যক্রমের অংশ।
এই সময় উপস্থিত উপস্থিত ছিলেন কুষ্টিয়া সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল মোঃ মারুফুল আবেদীন, বিজিওএম এবং কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমান, পিএসসি সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, ৭ নভেম্বর কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডে মহাপরিচালক মোঃ আমিনুল হক ভূঁইয়া' কুষ্টিয়া সফরকালে, কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমান, পিএসসি তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সাক্ষাতে নদী ভাঙ্গন প্রতিরোধে স্থায়ী বাঁধ নির্মাণের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়। উক্ত আলোচনায় মহাপরিচালক মহোদয় দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস প্রদানের পাশাপাশি তাৎক্ষণিকভাবে উপস্থিত সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছেন, যার অংশ হিসেবে নদী ভাঙ্গনের হাত থেকে উদয়নগর বিওপি এবং এর পার্শ্ববর্তী এলাকার অস্তিত্ব রক্ষায় ইতিমধ্যে ৩৭০ মিটার নদী তীরবর্তী অংশে ৫৩৩৫৭টি জিও ব্যাগ এবং ১৫৯১টি টিউব ব্যাগ ফেলা সম্পন্ন হয়েছে। আরো ১৭৩ মিটার অংশে জিও ব্যাগ এবং টিউব ফেলার কার্যক্রম চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha