আজকের তারিখ : জুলাই ২৩, ২০২৫, ৮:৪৯ এ.এম || প্রকাশকাল : নভেম্বর ১১, ২০২৪, ১২:৪৫ পি.এম
ফরিদপুরে মোহনা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত

ফরিদপুরে মোহনা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা ১১ টায় এ উপলক্ষে ফরিদপুর প্রেসক্লাবের সাংবাদিক লিয়াকত হোসেন মিলনায়তনে ফরিদপুর মোহনা টিভি দর্শক ফোরামের উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাহবুবুল হাসান পিংকু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুল, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক পান্না বালা, ফরিদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক রেশাদুল হাকিম, ফরিদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মানিক মজুমদার। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন মোহনা টিভির ফরিদপুর জেলা প্রতিনিধি আশিষ পোদ্দার বিমান। সঞ্চালনা করেন বর্ষা পোদ্দার।
সভায় বক্তারা বলেন বাংলাদেশ স্যাটেলাইট টেলিভিশনের মধ্যে মোহনা টিভি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মোহনা টিভি অত্যন্ত নিরপেক্ষতার সাথে বস্তু নিসঠতার সাথে গণমানুষের কথা বলছে।
তাদের পরিবেশিত সংবাদ বিনোদন সহ বিভিন্ন ধরনের অনুষ্ঠান সাধারণ মানুষের কাছে ইতোমধ্যে গ্রহণযোগ্যতা পেয়েছে। আর তাই শুধু দেশেই নয় বিদেশেও এই চ্যানেলটি দর্শকদের কাছে দিনে দিনে গ্রহণযোগ্য হয়ে উঠেছে।
আগামীতে তাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে। বলে আশাবাদ ব্যক্ত করা হয়। অনুষ্ঠানে পরবর্তী পর্বে কেক কাটা অনুষ্ঠিত হয় ।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha