গোপালগঞ্জের মুকসুদপুরে ১নং টেংরাখোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ইনোভেশন মেলা ২০২৪।
সোমবার (১১ নভেম্বর) বিকেলে উপজেলার পাইলট স্কুল মাঠে ১নং টেংরাখোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে এ মেলার আয়োজন করা হয়।
গোপালগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ কামরুজ্জামান এ মেলার উদ্বোধন করেন।
শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে
শিক্ষার্থীরা শিক্ষা উপকরণের আদলে বিভিন্ন নদীর নামে স্টল সাজায়, যেগুলোর নামকরণ করা হয় কুমার নদ, সুরমা, মধুমতী, কর্ণফুলী, যমুনা, মেঘনা এবং পদ্মা। নানা রঙের পোশাকে সজ্জিত ছোট্ট সোনামণিরা দায়িত্ব পালন করে এসব স্টলে।
এ সময় জেলা প্রশাসক মুহাম্মদ কামরুজ্জামানসহ অন্যান্য অতিথিরা স্টলগুলো পরিদর্শন করেন।
বক্তব্য ও পুরস্কার বিতরণ
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুহাম্মদ কামরুজ্জামান। তিনি বলেন, “এটি একটি ভালো প্রজন্ম তৈরির মডেল হয়ে থাকবে এবং এটি দেশের উন্নয়নে সহায়ক হবে। এমন আয়োজন সৃজনশীলতা বিকাশে সাহায্য করবে এবং একটি সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে।”
এ সময় তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা দেন, “উপজেলার বাকি ১৬ ইউনিয়নে এই ধরনের মেলা আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতার বিকাশ নিশ্চিত করা উচিত।”
তিনি ছাত্রছাত্রীদের উদ্দেশে বলেন, “পড়াশোনার পাশাপাশি এ ধরনের আয়োজন অব্যাহত রাখলে তা তাদের ভবিষ্যতের উন্নয়নে সহায়তা করবে।” মেলার শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
১নং টেংরাখোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আছমা খানমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সেবগাতুল্লাহ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান নূর, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম এবং প্রতিষ্ঠানের সহকারী শিক্ষকবৃন্দ, আশপাশের প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকরা। এছাড়া আরও উপস্থিত ছিলেন অন্যান্য অতিথিবৃন্দ।