আজকের তারিখ : এপ্রিল ১৯, ২০২৫, ২:১৭ পি.এম || প্রকাশকাল : নভেম্বর ৭, ২০২৪, ৩:৪৩ পি.এম
দৌলতপুরে ফিল্মি স্টাইলে ব্যবসায়ীর টাকা ছিনতাই, সন্ত্রাসী রাখি গ্রেপ্তার

কুষ্টিয়ার দৌলতপুরে ফিল্মি স্টাইলে অস্ত্রের মুখে জিম্মি করে এক ব্যবসায়ীর টাকার ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় রাকিবুল ইসলাম রাখি (৩৫) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাব-১২।
বৃহস্পতিবার (০৭ নভেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার খন্দকার গোলাম মোর্ত্তুজা এই তথ্য নিশ্চিত করেন। এর আগেই, বুধবার (০৬ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কুষ্টিয়ার দৌলতপুরের আবেদের ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রাকিবুল ইসলাম রাখি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামের হাফিজুল সরদারের ছেলে। তার বিরুদ্ধে অস্ত্র, ছিনতাই, মাদক, চাঁদাবাজি ও অন্যান্য সন্ত্রাসী কর্মকাণ্ডের বেশ কয়েকটি মামলা চলমান রয়েছে। রাখি মাদক ও অস্ত্রের কারবারি হিসেবে পরিচিত এবং দৌলতপুরের চর অঞ্চলে নানা সন্ত্রাসী কার্যক্রমে জড়িত।
জানা যায়, গত শনিবার (০২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কুষ্টিয়ার দৌলতপুরের মানিকদিয়াড় এলাকায় রাকিবুল ইসলাম রাখি ও তার সহযোগীরা ফিল্মি স্টাইলে অস্ত্রের মুখে জিম্মি করে ব্যবসায়ী নুরুল ইসলামের টাকার ব্যাগ ছিনতাই করেন। সেই ব্যাগে ৫ লাখ টাকা ছিল, সঙ্গে ছিল একটি স্বর্ণের চেইন এবং মোবাইল ফোন। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।
এ ঘটনায় ব্যবসায়ী নূরুল ইসলাম বাদী হয়ে ৫ নভেম্বর দৌলতপুর থানায় একটি মামলা করেন।
ছিনতাইয়ের শিকার ব্যবসায়ী নূরুল ইসলাম দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের মানিকদিয়াড় গ্রামের মৃত শের আলীর ছেলে। র্যাব জানায়, ২ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে তিনি তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৫ লাখ টাকা ব্যাগে ভরে মোটরসাইকেলে করে বাড়ির দিকে রওনা হন। বাড়ি পৌঁছানোর পর দুটি মোটরসাইকেলে করে ছয়জন হেলমেট পরা সশস্ত্র ছিনতাইকারী তার বাড়ির সামনে আসে।
এ সময় তিনজন ছিনতাইকারী বাড়ির ভেতরে প্রবেশ করে নূরুল ইসলামের হাতে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। টাকার ব্যাগটি না দিতে চাইলে তারা নূরুল ইসলামের শরীরে পিস্তল ঠেকিয়ে টাকার ব্যাগ এবং মোবাইল ফোন ছিনতাই করে। ছিনতাইকারীদের সঙ্গে ব্যবসায়ী নূরুল ইসলামের টানা হেঁচড়া এবং চিৎকার শুনে তার স্ত্রী ও ছোট মেয়ে ছুটে এলে, ছিনতাইকারীরা স্ত্রীর গলায় থাকা স্বর্ণের চেইনও ছিনিয়ে নেয় এবং নির্বিঘ্নে ঘটনাস্থল ত্যাগ করে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha