আজকের তারিখ : নভেম্বর ২২, ২০২৪, ১:২৬ পি.এম || প্রকাশকাল : নভেম্বর ৭, ২০২৪, ১১:৫৮ এ.এম
ফরিদপুরে অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশন এর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত
ফরিদপুরে অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশন এর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০ টা ১৫ মিনিটে ফরিদপুর প্রেসক্লাবের সামনে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ফরিদপুরের চারটি কলেজ এর শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। কলেজ গুলি হল ফরিদপুর মহাবিদ্যালয়, কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজ, কাদিরদী ডিগ্রী কলেজ ও নবকাম পল্লী কলেজ।
মানববন্ধনে সংগঠনের সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্ব বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক উজ্জ্বল মৌলিক সহ সভাপতি সঞ্চয়িতা সাহা। মানববন্ধনে নেতৃবৃন্দ জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর এ এস এম আমানুল্লাহ কে হত্যার হুমকির তীব্র নিন্দা জ্ঞাপন করেন। তারা বলেন উপাচার্য দায়িত্ব গ্রহনের পর থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধানেই ইতোমধ্যে উদ্যোগ গ্রহণ করেছেন।
যার মধ্যে উল্লেখযোগ্য হল বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষকদের এমপিও ভুক্তির বিষয়ে জটিলতা দূরীকরণ, বিগত সময়ে দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত গ্রহণ এবং জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজে গভর্নিং বডি গঠনসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। শিক্ষা প্রতিষ্ঠানগুলো যখন সুফল পেতে শুরু করেছে ঠিক সেই সময় একটা স্বার্থন্বেষী মহল তার বিরুদ্ধে হুমকি ধামকি দিয়ে দুর্নীতি প্রতিরোধে কার্যক্রমকে নানাভাবে ব্যাহত করার চেষ্টা করছেন তারই প্রতিবাদে দেশব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হচ্ছে।
মানববন্ধন থেকে বক্তারা উক্ত ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করেন। পরে ফরিদপুর জেলা প্রশাসনের মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর ফরিদপুর জেলা প্রশাসক মাধ্যমে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদিকা শারমিন স্মৃতি। ফরিদপুর জেলা শাখার সংগঠনিক সম্পাদক এস এম নাজমুস সাকিব , দপ্তর সম্পাদক মোঃ ইলিয়াস হোসেন , কোষাধ্যক্ষ মুক্তি খানম।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha