আজকের তারিখ : নভেম্বর ২৫, ২০২৪, ৪:৪৪ পি.এম || প্রকাশকাল : নভেম্বর ৬, ২০২৪, ৩:৪০ পি.এম
পাংশা থানা পুলিশের অভিযানে চোরাই গরুসহ চোর চক্রের ২ সদস্য গ্রেফতার
রাজবাড়ী জেলার পাংশা মডেল থানা পুলিশ মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার সাটুরিয়া ইউনিয়নের কাতলাগাড়ী বাজার এলাকায় অভিযান চালিয়ে চোরাই ১টি গরুসহ চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন, ইমন শেখ (২১) ও মোহাম্মদ রায়হান (২১)।
ধৃত ইমন শেখ কুষ্টিয়া জেলার খোকসা থানার মানিকহাট গ্রামের আনছার শেখের পুত্র এবং মোহাম্মদ রায়হান একই থানার শিমুলিয়া গ্রামের মোঃ বাকী বিল্লাহ’র পুত্র।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সালাউদ্দিনের তত্ত্বাবধানে এসআই জোবাইন ফেরদৌসসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা শৈলকুপা থানা পুলিশ এবং স্থানীয় জনগণের সহযোগিতায় এই অভিযানে অংশ নেন। অভিযানে চোরাই গরুসহ চোর চক্রের সদস্যদের গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত গরুর মূল্য প্রায় ৬০ হাজার টাকা বলে জানা গেছে।
এছাড়া, পুলিশ চুরি কাজে ব্যবহৃত ১টি ভ্যানও উদ্ধার করেছে। গরুর মালিক পাংশা থানার কলিমহর ইউনিয়নের গোপালপুর গ্রামের আকবর আলী প্রামানিক।
জানা গেছে, গত ৪ নভেম্বর সকালে আকবর আলী প্রামানিক তার বসত বাড়ির উত্তর পাশে মমিন খার পতিত জমিতে ৩টি গরু কাঁচা ঘাস খাওয়ানোর জন্য বেঁধে রাখেন। ওই দিন চোরেরা ৩টি গরুর মধ্যে ১টি লাল রঙের ষাড় বাছুর চুরি করে নিয়ে যায়। গরুর মালিক সকাল ১০টার দিকে গরুগুলো নিজ বাড়িতে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে এসে গরু চুরির বিষয়টি জানতে পারেন।
এ ঘটনায় আকবর আলী প্রামানিক পাংশা মডেল থানায় মামলা দায়ের করেন (মামলা নং ২, তারিখ ৪/১১/২০২৪, ধারা- ৩৭৯ পেনাল কোড)। পরবর্তীতে পুলিশি তৎপরতায় চোরাই গরুটি উদ্ধার হয় এবং ৫ নভেম্বর বিকালে গরুর মালিক তার গরুটি নিজ বাড়িতে নিয়ে যান।
ধৃত চোর চক্রের ২ সদস্যকে চুরি মামলায় বিজ্ঞ আদালতের মাধ্যমে রাজবাড়ী জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সালাউদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha