ফরিদপুরের বোয়ালমারীতে ২৩ মাদক মামলার আসামি মো. মাহফুজুর রহমান ( ডিজে) কে ফেনসিডিল ও গাঁজাসহ আটক করেছে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি'র একটি দল।
মঙ্গলবার সকাল ৭টার দিকে বোয়ালমারী পৌরসভার দক্ষিণ কামারগ্রাম থেকে মাহফুজকে আটক করে ডিএনসি'র সদস্যরা।
জানা যায় দক্ষিণ কামারগ্রামের মৃত গঞ্জর আলী শেখের ছেলে মাহফুজ একজন চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে বোয়ালমারী থানায় ২৩টি মাদক মামলা রয়েছে।
সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৭টার দিকে পৌরসভার দক্ষিণ কামারগ্রামে ডিএনসি'র একটি দল ডিজে মাহফুজের বাড়িতে অভিযান চালায়। এসময় ডিজে মাহফুজ টের পেয়ে মাদক নিয়ে দৌড়ে পালানোর সময় তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১০ বোতল ফেনসিডিল ও ২শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
তার বিরুদ্ধে ফরিদপুর জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (ক-সার্কেল) মো. আমিরুল ইসলাম বাদী হয়ে বোয়ালমারী থানায় একটি মাদক মামলা দায়ের করেছেন।
বোয়ালমারী থানা পরিদর্শক (ওসি তদন্ত) মজিবুর রহমান জানান, জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম ডিজে মাহফুজকে আটক করে থানা পুলিশের নিকট হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে বোয়ালমারী থানায় এ পর্যন্ত ২৩টি মামলা রয়েছে। মাহফুজকে ডিএনসি'র মামলায় মঙ্গলবার দুপুরে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha