নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার অনিক নিট কম্পোজিট, এসিএস টেক্সটাইল ও বিক্রমপুর স্টীল মিল কারখানাকে পরিবেশ দূষণের দায়ে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ ৪ নভেম্বর, সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল আলমের নেতৃত্বে ভুলতা, রূপসী ও বরপা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল আলম জানান, দীর্ঘদিন ধরে এসব কারখানার বিরুদ্ধে পরিবেশ দূষণের অভিযোগ ছিল। অভিযানের পর এ তিন কারখানার বিরুদ্ধে দূষণের সত্যতা পাওয়া যায়। জরিমানার আওতায় অনিক নিট কম্পোজিটকে ১.৫ লাখ টাকা, এসিএস টেক্সটাইলকে ১ লাখ টাকা ও বিক্রমপুর স্টীল মিলকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে নারায়ণগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক এইচএম রাশেদ, সহকারী পরিচালক শেখ মোজাহিদ, সার্ভেয়ার জিল্লুর রহমান, মামুন ও পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ (লিটু সিকদার), মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha