কুষ্টিয়ার পোড়াদহ রেলস্টেশনে বেনাপোল এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে প্রায় ১১ কোটি টাকা মূল্যের ভারতীয় এলএসডি (মাদক) উদ্ধার করেছে বিজিবি। রোববার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের সদস্যরা যাত্রীবাহী ট্রেনে এই অভিযান পরিচালনা করেন।
বিজিবি সূত্র জানায়, আজ রোববার বিকেলে গোয়েন্দা তথ্যে ভিত্তিতে তারা জানতে পারেন বেনাপোল থেকে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেসে এলএসডি’র একটি বড় চালান যাবে। ওই তথ্যের ভিত্তিতে বিজিবি কুষ্টিয়ার ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল মাহবুব মুর্শেদ রহমানের নির্দেশে একটি টিম আগে থেকে অবস্থান নেয় পোড়াদহ রেলস্টেশনে।
ট্রেনটি যথাসময়ে স্টেশনে পৌঁছালে বিজিবি’র সদস্যরা ট্রেনের কামরায় তল্লাশি চালায়। এ সময় ৫০ এমএল’র ২১ বোতল ভারতীয় এলএসডি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এলএসডি’র বাজার মূল্য ১০ কোটি ৯৩ লাখ ১৪ হাজার টাকা। তবে এ ঘটনায় কাওকে আটক করা যায়নি। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে পোড়াদহ জিআরপি থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল মাহবুব মুর্শেদ রহমান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই এই অভিযান পরিচালিত হয়। এতে প্রায় ১১ কোটি টাকা মূল্যের ভারতীয় এলএসডি উদ্ধার করা হয়েছে। এর আগেও কয়েক দফা এলএসডি উদ্ধার করা হয়। তবে মাদকের পাশাপাশি কুষ্টিয়া বিজিবি সীমান্ত নিরাপত্তায় কাজ করে যাচ্ছে। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ইতোমধ্যে কার্যকর পদক্ষেপ নেয়া হয়েছে। অপরাধ দমনেও কার্যকর ভূমিকা রেখে চলেছে বিজিবি।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha