আজকের তারিখ : এপ্রিল ১৯, ২০২৫, ৩:৩৫ পি.এম || প্রকাশকাল : নভেম্বর ৩, ২০২৪, ৮:৩০ পি.এম
বিদ্রোহী সাহিত্য পরিষদ যশোর, সভাপতি রাজু, সম্পাদক মুন্না পুনর্নির্বাচিত

বিদ্রোহী সাহিত্য পরিষদ- বিএসপি যশোরের ত্রিবার্ষিক নির্বাচনে আহমদ রাজু সভাপতি ও গোলাম মোস্তফা মুন্না সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্ধিতায় পুনর্নির্বাচিত হয়েছেন।
বিদ্রোহী সাহিত্য পরিষদ নির্বাচন- ২০২৪ পরিচালনা কমিটির আহবায়ক আমিরুল ইসলাম রন্টু, সদস্য সচিব শহিদ জয়, সদস্য মোহাম্মদ আব্দুল খালেক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, বিদ্রোহী সাহিত্য পরিষদ- বিএসপি নির্বাহী কমিটির ১৩ পদের অন্যান্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন, সহ- সভাপতি ১ আমির হোসেন মিলন, সহ- সভাপতি ২ নূরজাহান আরা নীতি, সহ- সাধারণ সম্পাদক রবিউল হাসনাত সজল, সাংগঠনিক সম্পাদক সঞ্জয় নন্দী, প্রকাশনা সম্পাদক কাজী নূর, কোষাধ্যক্ষ আবুল হাসান তুহিন, অফিস সম্পাদক শরিফুল আলম, নির্বাহী সদস্য- ১ আবু দাউদ মোসলেহ উদ্দিন রতন, নির্বাহী সদস্য- ২ আহমেদ মাহবুব ফারুক, নির্বাহী সদস্য- ৩ সহকারী অধ্যাপক ভদ্রাবতী বিশ্বাস ও নির্বাহী সদস্য- ৪ আতিয়ার রহমান।
এদিকে শনিবার (২ নভেম্বর) বিকেলে যশোর শহরের পোস্টঅফিস পাড়ার মুন্সী মিনহাজ উদ্দিন রোডে বিদ্রোহী সাহিত্য পরিষদ- বিএসপির নিজস্ব কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সদস্যদের সাথে নবনির্বাচিত কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট কলামিষ্ট আমিরুল ইসলাম রন্টু, প্রফেসর ড. মো. মুস্তাফিজুর রহমান, ডা. আবুল কালাম আজাদ লিটু, কর্ণেল (অব.) মেহের মহব্বত হোসেন, মোহাম্মদ আব্দুল খালেক, শাহানা পারভীন প্রমুখ।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিদ্রোহী সাহিত্য পরিষদের নবনির্বাচিত সভাপতি আহমদ রাজু, সহ- সভাপতি- ১ আমির হোসেন মিলন, সহ- সভাপতি ২ নূরজাহান আরা নীতি, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না, সহ- সাধারণ সম্পাদক রবিউল হাসনাত সজল, সাংগঠনিক সম্পাদক সঞ্জয় নন্দী, প্রকাশনা সম্পাদক কাজী নূর, কোষাধ্যক্ষ আবুল হাসান তুহিন, অফিস সম্পাদক শরিফুল আলম, নির্বাহী সদস্য আবু দাউদ মোসলেহ উদ্দিন রতন, আহমেদ মাহবুব ফারুক, সহকারী অধ্যাপক ভদ্রাবতী বিশ্বাস ও আতিয়ার রহমান।
এছাড়া নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আমিরুল ইসলাম রন্টু, সদস্য সচিব শহিদ জয় এবং সদস্য মোহাম্মদ আব্দুল খালেক উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha