আজকের তারিখ : মে ১১, ২০২৫, ৭:৪৪ এ.এম || প্রকাশকাল : নভেম্বর ৩, ২০২৪, ৪:০৯ পি.এম
কালুখালীতে অবসরপ্রাপ্ত সেনা সদস্য কতৃক অন্যের জমিতে ঘর উত্তোলন

রাজবাড়ীর কালুখালীতে এক অবসরপ্রাপ্ত সেনা সদস্য অন্যের জমি দখল করে ঘর নির্মান করছে। ওই অত্যাচারে অতিষ্ট জমি মালিক ন্যায় বিচার চেয়ে পাংশা সেনা ক্যাম্প ও কালুখালী থানায় লিখিত আবেদন করেছে।
কালুখালীর রতনদিয়া এলাকায় এ জবর দখলের ঘটনা ঘটেছে। দখলদার অব. সেনা সদস্যের নাম মো: সহিদুজবজামান।সে কালুখালীর রতনদিয়া গ্রামের খলিলুর রহমানের পুত্র।
রবিবার সরেজমিন (কালুখালীর রতনদিয়া মৌজার বিএস ৫১৩ নং দাগে) গিয়ে দেখা যায়, জমিটিতে কতিপয় ব্যক্তি ঘর তুলছে। কারন জানতে চাইলে অব. সেনা সদস্য মো: সহিদুজবজামান এগিয়ে আসে। সে জানায়,জমিটি আমার তাই ঘর তুলছি। তবে কোন কাগজমুলে জমিটি তার এর কোন জবাব দিতে পারে না সহিদুজজামান।
স্থানীয়রা জানান, দীর্ঘকাল যাবত দেখছি জমিটি গনিরুদ্দিন বিশ্বাস ভোগ দখল করে আসছিলো। তার মৃত্যুর পর পুত্র আজিজুল জমিটি ভোগ করে। হঠাৎ সহিদুজ্জামান কিভাবে ওই জমির মালিক তা বলতে পারেনি স্থানীয়রা।
এব্যাপারে কালুখালী উপজেলা প্রেসক্লাবে কথা হয় আজিজুল হকের সাথে। তিনি জানান,ক্রয় সুত্রে আমার বাবা গনিরুদ্দিন বিশ্বাস ও পৈতিক সূত্রে জমিটি আমার। তারপরও সহিদুজ্জামান জোর করে ওই জমিতে ঘর উত্তোলন করছে। তিনি জানান, তার নামে ওই জমিটির নামজারি থাকায় তিনি রতনদিয়া ভূমি অফিসে ১৪/১/২০২০ তারিখে জমিটির খাজনা পরিশোধ করেছেন। কিন্তু কিছুই মানছে না দখলদার সহিদুজ্জামান।
আজিজুল জানান,নিরুপায় হয়ে আমি ওই দখলদারের নামে কালুখালী থানা ও পাংশা সেনা ক্যাম্পে অভিযোগ দায়ের করেছি।
-ভূক্ত ভোগী আজিজুল ও ঘর তোলার দৃশ্য।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha