আজকের তারিখ : নভেম্বর ১৮, ২০২৪, ১২:৩৬ এ.এম || প্রকাশকাল : নভেম্বর ২, ২০২৪, ৪:৫৭ পি.এম
নগরকান্দায় পেঁয়াজের আড়তে ভোক্তা অধিকারের অভিযানঃ একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা
ফরিদপুরের নগরকান্দায় পেয়াজের আরতে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার। এ সময় একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। আজ শনিবার সকাল ৯ টা থেকে ১১ টা পর্যন্ত উক্ত অভিযান পরিচালনা করা হয়।
বিশেষ টাস্কফোর্স ও ভোক্তা অধিদপ্তরের অভিযানে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার ভূমি মো: মাসুম বিল্লাহ্, নগরকান্দা কর্তৃক নগরকান্দা উপজেলা পেঁয়াজ আড়তে ক্রয়-বিক্রয় ভাউচার ও মূল্য তালিকা না থাকার অপরাধে আড়ত মালিক হিমায়েত ও মাহাবুব বিশ্বাসকে ৪০০০/- এবং ফরিদপুর জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো: সোহেল শেখ কর্তৃক পেঁয়াজ আড়ত মালিক আশরাফ ঠাকুরকে ২০০০/- জরিমানা করা হয়েছে।
টাস্কফোর্সে সর্বমোট ৩টি প্রতিষ্ঠানকে ৬০০০/- জরিমানা করা হয়। কৃষক পর্যায়ে পেঁয়াজ পাইকারী প্রতি কেজি ১১৫-১২০/- বিক্রি হচ্ছে। পেঁয়াজের বাজার দর সরবরাহ পরিস্থিতি তদারকিতে আড়ত পর্যায়ে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে শিক্ষার্থী প্রতিনিধি ছাড়াও আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ করে ব্যাটালিয়ান আনসারের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha