রাজশাহীর মোহনপুরে সিএনজির সঙ্গে ভুটভুটির সংঘর্ষে নিহত হয়েছেন পলাশ (২১) নামের এক সেনা সদস্য ও আব্দুল কুদ্দুস (৪১) নামের এক মসজিদের ইমাম।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে উপজেলার সইপাড়া এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সেনা সদস্য পলাশ নওগাঁ জেলার মান্দা উপজেলার দাসপাড়া গ্রামের মমতাজুল ইসলামের ছেলে। তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে কর্মরত ছিলেন। নিহত ইমাম আব্দুল কুদ্দুস একই জেলার রাণীনগর উপজেলার তালিমপুর গ্রামের তোতা হাজির ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত পলাশ ও কুদ্দুস একটি সিএনজি গাড়িতে করে রাজশাহী থেকে নওগাঁর উদ্দেশ্যে রওনা হন। তাদের বহনকারী সিএনজিটি বাকশিমইল ইউনিয়নের সইপাড়া গ্রামস্থ মেডিকেল গেটের উত্তর পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ভুটভুটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে সিএনজির যাত্রী পলাশ এবং আব্দুল কুদ্দুস গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে মোহনপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মৃতদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।