আজকের তারিখ : নভেম্বর ২১, ২০২৪, ৬:৪৯ পি.এম || প্রকাশকাল : নভেম্বর ১, ২০২৪, ৬:৩৪ পি.এম
শতাধিক বছরের রীতি মেনে পীরের মাজারে চাদর চাপিয়ে মঙ্গলকোট থানার কালিপূজার সূচনা
ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটে সাম্প্রদায়িক সম্প্রীতির একটি অনন্য নজির গড়ে উঠেছে, যা একদা মুঘল সম্রাট শাহজাহান বাদশার শিক্ষা ও দীক্ষাগুরু আব্দুল হামিদ দানেশখান্দ (হামিদ বাঙালি) দ্বারা প্রতিষ্ঠিত। এখানেই পীরের মাজারে চাদর চাপিয়ে কালিপূজার শুভ সূচনা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে (৩১ অক্টোবর) মঙ্গলকোটের পুরাতন থানায় পীর পাঞ্জাতন বাবার মাজারে চাদর চাপিয়ে থানার আইসি মধুসূদন ঘোষসহ অন্যান্য অতিথিবর্গ কালিপূজার শুভ সূচনা করেন।
শতাধিক বছরের ধর্মীয় রীতি মেনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়, যা সাম্প্রদায়িক সম্প্রীতির এক অসামান্য উদাহরণ। আগামী রবিবার পুরাতন থানার মাঠে পীর বাবার জলসা অনুষ্ঠিত হবে, যেখানে এলাকার সকল সম্প্রদায়ের মানুষ একসাথে খিচুড়ি ভোগ খাওয়ানোর আয়োজন করা হয়েছে।
প্রসঙ্গত, 'আঠারো অলি' খ্যাত মঙ্গলকোটে সুফি আব্দুল হামিদ দানেশখান্দ পায়ে হেঁটে এসেছিলেন। পরবর্তীতে আফগান-মুঘল যুদ্ধের সময় শাহজাদা খুরহম মঙ্গলকোটে এসে এই সুফির সান্নিধ্যে আসেন এবং দীক্ষাও নেন। গুরুর প্রতি শ্রদ্ধা নিবেদন করতে মুঘল সম্রাট শাহজাহান পায়ে হেঁটে মঙ্গলকোটে আসেন, যা ইতিহাসে বিরল।
আব্দুল হামিদ দানেশখান্দ ছিলেন একজন পারস্যের বাসিন্দা, তবে তিনি নিজেকে 'বাঙালি' হিসেবে পরিচয় দিতেন। এই সুফিকে সাধারণ বাঙালিরা 'হামিদ বাঙালি' হিসেবে জানে। দক্ষিণবঙ্গের বর্ষীয়ান সাংবাদিক রণদেব মুখার্জি জানান, "মঙ্গলকোটের কুনুর নদীর তীরে দানিশমন্দের মাজারে প্রার্থনা করার পর মা কালী পূজা শুরু করা হয়।"
ধর্মীয় পরিমণ্ডলে মঙ্গলকোটের এ প্রথা শতাব্দী প্রাচীন এবং সম্প্রীতির এক অনন্য ধারার প্রতীক। মঙ্গলকোটে ধর্মীয় হানাহানির মাঝেও দানিশমন্দের বারদুয়ারি মসজিদের পাশে চাদর চড়িয়ে দেবী আরাধনায় মাতেন স্থানীয় বাসিন্দারা।
মঙ্গলকোট থানার আইসি মধুসূদন ঘোষ জানান, "এহেন মাহাত্ম্যপূর্ণ স্থানে সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন অটুট থাকুক অনন্তকাল।"
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha