আজকের তারিখ : এপ্রিল ২০, ২০২৫, ৫:২২ পি.এম || প্রকাশকাল : অক্টোবর ৩১, ২০২৪, ৮:৩৭ পি.এম
কাঠালিয়ায় বিএনপির জরুরী সংবাদ সম্মেলন

ঝালকাঠির কাঠালিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) এক জরুরী সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে উপজেলার দলীয় কার্যালয় এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সভাপতি মো. জালালুর রহমান আকন।
বক্তব্যে তিনি জানান, উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের লতাবুনিয়া গ্রামের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি পরিচয়ে মো. শিপন শিকদার নামের এক ব্যক্তি ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে (কাঠালিয়া) গত সোমবার (২৮ অক্টোবর) একটি মামলা করেন। এতে শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহমুদ হোসেন রিপনসহ ৪১জন আসামী করা হয়। এ মামলায় বিএনপির অনেক নেতা কর্মীকেও আসামী হয়েছে। মামলায় উল্লেখিত ঘটনার সময় উপজেলার ৬ ইউনিয়নের ইউপি চেয়ারম্যান, মেম্বরসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের সন্ত্রাসীরা উপস্থিত থাকলেও উল্লেখিত মামলায় শুধু ৩টি গ্রামের লোকদের আসামী করা হয়।
তিনি আরো জানান, মামলাটি যে করেছেন সেটি তার ব্যক্তিগত। এই মামলার বিষয়ে উপজেলা বিএনপি অবহিত নয় এবং দল এর কোন দায় নেবে না। শিপন সিকদার নামে ওই ওয়ার্ডে বিএনপির কোন সভাপতি নেই এবং মামলাটি যাতে এজাহারভূক্ত না হয় এজন্য সংবাদ সম্মেলনের মাধ্যমে পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আখতার হোসেন নিজাম মীরবহর, সাংগঠনিক সম্পাদক মো. আলীমূল ইসলাম মুন্সী, মো. শাহিন হাওলাদার, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম তুষারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ০৪ আগস্ট কাঠালিয়া বাসষ্ট্যান্ডে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর যে হামলা চালায় সে বিষয় উল্লেখসহ বিভিন্ন অভিযোগ এনে মামলাটি করা হয়।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha