আজকের তারিখ : নভেম্বর ২১, ২০২৪, ৯:৪৭ পি.এম || প্রকাশকাল : অক্টোবর ৩০, ২০২৪, ৯:২১ পি.এম
রূপগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ৩ মাদক সেবনকারীর কারাদণ্ড
নারায়ণগঞ্জের রূপগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে তিন মাদক সেবনকারীকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল ৩০ অক্টোবর, বুধবার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তরিকুল আলম এ দণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চানপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৬ নং ওয়ার্ডের জামাল হোসেনের ছেলে আরাফাত, ৪ নং ওয়ার্ডের আব্দুর রহিমের ছেলে সুজন মিয়া এবং ঢাকার ধামরাই থানার বাড়ালিয়া বাজার এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে আলামিন।
রূপগঞ্জ থানার তদন্ত (ওসি) জোবায়ের হোসেন জানান, বুধবার ভোরে চানপাড়া এলাকায় অভিযান চালিয়ে গাঁজা ও ফেনসিডিলসহ তিন জনকে আটক করে যৌথ বাহিনীর সদস্যরা। পরে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্তদের নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha