ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের কুচিয়াগ্রামে সাধারণ জনগণের চলাচলের রাস্তা দখল করার অভিযোগ উঠেছে এক মহিলা আওয়ামী লীগ নেত্রীর বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১১ অক্টোবর সকালে খাদিজা পারভিন নামক ওই নেত্রী তার লোকজন নিয়ে রাস্তার ওপর বাঁশের বেড়া দিয়ে দখল করে নেন। এ ঘটনায় ভূক্তভোগী আইয়ুব মোল্যা ২৩ অক্টোবর জেলা প্রশাসক ও আলফাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসক বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে তদন্তের জন্য ফরওয়ার্ড করেছেন।
আইয়ুব মোল্যার অভিযোগে উল্লেখ করা হয়েছে, তার বাড়ির দক্ষিণ পাশে সরকারি একটি রাস্তা রয়েছে, যা দীর্ঘ ৪০-৫০ বছর ধরে সাধারণ মানুষ ব্যবহার করে আসছে। কিন্তু খাদিজা পারভিন তার লোকজন নিয়ে রাস্তা দখল করায় এলাকার লোকজন চলাচলে বাধাগ্রস্ত হচ্ছেন। তিনি জানিয়েছেন, প্রতিবাদ করায় খাদিজা তাকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দিয়েছে।
এ বিষয়ে খাদিজা পারভিন জানান, তিনি নিজের জমিতে বেড়া দিয়েছেন এবং তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে।
আলফাডাঙ্গা থানার ওসি হারুন অর রশিদ বলেন, অভিযোগ পেয়ে তদন্তের জন্য একজন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সারমীন ইয়াসমীন জানিয়েছেন, ৩০ অক্টোবর দুই পক্ষকে নোটিশ করা হয়েছে তাদের অফিসে হাজির হতে।
এ ঘটনায় এলাকার সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে রাস্তাটি সাধারণ জনগণের চলাচলের জন্য পুনরায় উন্মুক্ত করার দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha