আজকের তারিখ : এপ্রিল ১২, ২০২৫, ৮:০৮ এ.এম || প্রকাশকাল : অক্টোবর ২৮, ২০২৪, ১:৩৬ পি.এম
ফরিদপুরের সদরপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ফরিদপুরের সদরপুর উপজেলায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ অক্টোবর, সোমবার, সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আল মামুন। এতে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোতালেব হোসেন, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ওমর ফয়সল, মৎস্য কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, আবাসিক প্রকৌশলী শাখাওয়াত হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম রব্বানি, বিএনপির আহ্বায়ক কাজী বদরুতজামান (বদু কাজী), জামায়াতের সভাপতি দেলোয়ার মাতুব্বর এবং যুবদল নেতা সোহেল মোল্যা।
এছাড়া সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, ইউপি চেয়ারম্যান, শিক্ষক, ইমাম, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় আইন শৃঙ্খলার বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন কাজী বদরুতজামান, জামায়াতের আমীর দেলোয়ার মাতুব্বর, সদরপুর ডিগ্রি কলেজের সাবেক ভিপি কবির মোল্যা এবং বাহালুল মোল্যা।
ওসি মোতালেব হোসেন তার বক্তব্যে বলেন, "মাদক নির্মূলে পুলিশের একার পক্ষে সম্ভব নয়। সবাই ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসলেই মাদক নির্মূল করা সম্ভব।"
সভাপতির বক্তব্যে নির্বাহী অফিসার আল মামুন বলেন, "উপজেলার আইন শৃঙ্খলা রক্ষার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ভূমি অফিসের খাজনা দিতে অফিসে না গিয়ে অনলাইনে খাজনা দিন। এতে দুর্নীতির সম্ভাবনা কমবে। তিনি মাদক, বাল্য বিয়ে এবং ইলিশ অভিযানসহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।"
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha