আজকের তারিখ : নভেম্বর ২৩, ২০২৪, ১১:২০ পি.এম || প্রকাশকাল : অক্টোবর ২৭, ২০২৪, ৪:২২ পি.এম
জন্মদিনের ছবি তুলতে ফোন করে ফাঁকা রাস্তায় ক্যামেরা ও টাকা ছিনতাই
ফরিদপুরের বোয়ালমারীতে জন্মদিনের ছবি তুলতে ফটোগ্রাফার মো. জোবায়েরকে ফোন দিয়ে ডেকে নিয়ে ফাঁকা রাস্তা থেকে মারধোর করে ক্যামেরা ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। গত শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার গুনবহা ইউনিয়নের মধুবর্ণী উচ্চ বিদ্যালয়ের ২শ গজ আগে নির্জন স্থানে এ ঘটনা ঘটে। মো. জুবায়ের রুপাপাত ইউনিয়নের মোড়া গ্রামের আমিনুল মোল্যার ছেলে।
এ নিয়ে জুবায়েরের বাবা রোববার (২৭ অক্টোবর) থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ২১।
স্থানীয় লোকজন ও মামলা সূত্রে জানা যায়, মো. জুবায়ের শেখ বোয়ালমারী পৌর শহরের নাট মন্দির রোডে স্টুডিও দোকান রয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) বাংলালিংক একটি নাম্বার থেকে জুবায়েরের নাম্বারে কল আসে। অজ্ঞাত ব্যক্তি কল করে বলেন, তাঁর ছেলের জন্মদিন অনুষ্ঠানের ভিডিও করবে। জুবায়ের ও তাঁর সহযোগী দুইজনকে নিয়ে ভিডিও করতে রওনা হয়। পরে তাদের তিনজনকে ময়না খেলার মাঠের পাশ থেকে দু'জন অজ্ঞাত ব্যক্তি মোটরসাইকেল রিসিভড করে। সেখান থেকে মধুবর্ণী উচ্চবিদ্যালয়ের দিকে নিয়ে যায়। স্কুলের দুই'শ গজ আগে ওই দূর্বৃত্তদের চার থেকে পাঁচজন আগেই সেখানে ওৎপেতে ছিল। পরে ফটোগ্রাফাররা ওই স্থানে পৌঁছালে তাদের উপর অতর্কিত হামলা চালায় দূর্বৃত্তরা। এসময় দু'টি ক্যামেরা ও নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় দূর্বৃত্তরা। তাদের ডাক চিৎকারে আশ পাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে যায়।
মো. জুবায়ের বলেন, মহম্মদপুর উপজেলার জাঙ্গালিয়া গ্রামে একটি বাড়িতে জন্মদিন অনুষ্ঠান ভিডিও করা লাগবে বলে ফোন করে নেয় । পরে আমাদের ফাঁকা নির্জন স্থানে নিয়ে ৫-৭ জন দূর্বৃত্ত হামলা চালিয়ে ২ টা ক্যামেরা ও নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। এসময় দূর্বৃত্তরা আমার মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে।
বোয়ালমারী থানার ওসি মো. গোলাম রসূল বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ গিয়েছিল। ভুক্তভোগী পরিবারের লোকজন গুরুত্বর আহত থাকার কারণে মামলা দিতে তাদের দেরি হয়েছে। রোববার মামলা রুজু করা হয়েছে। আসামীদের গ্রেফতারের জন্য পুলিশ তৎপর রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha