আজকের তারিখ : নভেম্বর ২১, ২০২৪, ১০:৪০ পি.এম || প্রকাশকাল : অক্টোবর ২৫, ২০২৪, ১০:৫৯ পি.এম
কুষ্টিয়ায় ইউপি চেয়ারম্যান নঈম উদ্দিন সেন্টু হত্যা ঘটনায় আরও এক আসামি গ্রেপ্তার
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নঈম উদ্দিন সেন্টুকে গুলি করে হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলায় আরও এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ভোররাত ৪টার দিকে লক্ষ্মীপুর থেকে গ্রেপ্তার হন নাঈম (২২), যিনি হত্যা মামলার ৫ নম্বর এজাহারনামীয় আসামি। তিনি ফিলিপনগর এলাকার মহসীন সর্দারের ছেলে।
এ নিয়ে ইউপি চেয়ারম্যান হত্যাকাণ্ডের প্রধান আসামিসহ মোট ২ জনকে গ্রেপ্তার করা হলো। মামলার তদন্তকারী কর্মকর্তা দৌলতপুর থানার পরিদর্শক তারেকুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার সকালে গ্রেপ্তারকৃত নাঈমকে কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর ইউপি চেয়ারম্যান নঈম উদ্দিন সেন্টুকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের ছেলে আহসান হাবিব বাদী হয়ে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha