আজকের তারিখ : এপ্রিল ৪, ২০২৫, ১২:৫৪ এ.এম || প্রকাশকাল : অক্টোবর ২৫, ২০২৪, ৫:২৫ পি.এম
দিনাজপুরে যাত্রীবাহী কোস খাদে উল্টে, নিহত ১, আহত ১৩

দিনাজপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের মির্জা মিল ও গুপ্তা প্লাইউডের মাঝামাঝি স্থানে ঢাকা থেকে ছেড়ে আসা ঠাকুরগাঁগামী একটি যাত্রীবাহী কোস খাদে উল্টে পড়লে ঘটনাস্থলেই একজন যাত্রীর মৃত্যু হয়েছে।
এই দুর্ঘটনায় আহত হয়েছেন ১৩ জন। তাদের সবাইকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে, গুরুতর আহত একজনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আনুমানিক ভোর ৫টার দিকে ঢাকা থেকে আসা কোসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়ে। ঘটনার খবর পেয়ে ফুলবাড়ী ফায়ার সার্ভিস ও ফুলবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের এবং নিহত ব্যক্তিকে উদ্ধার করে।
এখন পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি এবং তার মরদেহ ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে সামাজিক আন্দোলন নিরাপদ সড়ক চাই ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি লিমন হায়দার বলেন, "অসচেতনতার কারণে প্রতি নিয়ত সড়ক দুর্ঘটনা ঘটছে। আমাদেরকে আরো বেশি সচেতন হতে হবে।"
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha