রাজশাহীর বাঘায় মাদক সেবনের অপরাধে ভ্র্যাম্যমান আদালতে ৫জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেওয়া হয়েছে। আদালতের নির্বাহি ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহি অফিসার তরিকুল ইসলাম বৃহস্পতিবার(২৪অক্টোবর) বিনাশ্রম কারাদন্ডের রায় প্রদান করেন।
দন্ডপ্রাপ্তরা হলো- চোলাই মদ সেবনের দায়ে উপজেলার বানিয়া পাড়ার সাহাবুল আলীর ছেলে শুভ আলী, একই গ্রামের শামু আলীর ছেলে রতন আলীর ৬মাসের বিনাশ্রম কারা দন্ড দেওয়া হয়েছে। গাজা ও চোলাইমদ সেবনের অপরাধে তেথুলিয়ার হজরত আলীর ছেলে সাইফুল ইসলাম, চক এনায়েত গ্রামের জমসেদের ছেলে বাবুল ইসলাম ও সরেরহাট গ্রামের সাহিনুল ইসলামের ৫দিন করে কারাদন্ড দেওয়া হয়েছে।
রাজশাহী মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন,অভিযান পরিচালনা করে তাদের আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদন্ড দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।