সংঘাত নয় শান্তির বাংলাদেশ গড়ি, স্লোগান সমানে রেখে আন্ত র্ধমীয় সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ, এর সহযোগিতায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) বাঘা পিএফজি এর আয়োজন করে। বক্তারা, সহিংসতা পরিহার করে শন্তিপূর্ণ পরিবেশ রক্ষা সহ জনকল্যাণমূখী কাজে এগিয়ে আসার আহ্বান জানান।
মঙ্গলবার (২২ অক্টোবর) উপজেলার বাউসা ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে, অধ্যক্ষ রেজাউল করিমের সভাপতিত্বে ও বাঘা উপজেলা পিএফজির সম্বনয়কারী উত্তম কুমার পাল এর সঞ্চালনায়, এতে বক্তব্য রাখেন , দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর রাজশাহী অঞ্চলের সমন্বয়কারী নাজমুল হুদা মিনার, সুজন এর বাঘা উপজলো শাখার সম্পাদক সাবেক অধ্যক্ষ এনামুল হাসান, বাঘা পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক, অ্যাম্বাসেডর সুরুজ্জামান সুরুজ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বাঘা উপজেলা কমিটির সাধারন সম্পাদক অর্পূব সাহা, প্রমোনন্দ র্কমকার রতন ভৌমিক ও স্থানীয় মসজিদের ইমাম প্রমুখ।
উপস্থিত ছিলেন সুশিল সমাজের আবু বক্কর সিদ্দিক, আওয়ামী লীগ নেত্রী হোসনেয়ারা খাতুন রিতা, মহাসিন আলী, জাতীয় পার্টির নেতা এহসানুল হক, অ্যাম্বাসেডর রানু আক্তার, বিএনপির মহিলা দলের সভাপতি সেলিনা আক্তার শাপলা, পিএফজি সদস্য- সাংবাদিক আব্দুল হামিদ মিঞাসহ বাউসা ইউনিয়নের শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫