আজকের তারিখ : জানুয়ারী ১০, ২০২৫, ৭:৪১ পি.এম || প্রকাশকাল : অক্টোবর ২২, ২০২৪, ১০:২৩ পি.এম
প্রেমতলীতে খেতুরী উৎসব উপলক্ষ্যে রাজশাহী জেলা পুলিশের ব্রিফিং
রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন প্রেমতলীতে খেতুরীধামের মহারাজ নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের তিরোভাব তিথি উৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় গতকাল ২১ অক্টোবর ২০২৪ খ্রিষ্টাব্দ সকাল ১০:০০ টায় প্রেমতলী ডিগ্রী কলেজ মাঠে এক ব্রিফিং-এর আয়োজন করা হয়।
উক্ত ব্রিফিংয়ের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু সালেহ মোঃ আশরাফুল আলম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) খাইরুল আলম ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রফিকুল আলম-সহ সর্বমোট ১৫ জন অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার।
তাছাড়া রাজশাহী রেঞ্জের সাতটি জেলা হতে ৬০০ পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্য-সহ সর্বমোট ১০০০ পুলিশ সদস্য এই ব্রিফিংয়ে অংশগ্রহণ করে।
ব্রিফিংয়ে উল্লেখ করা হয় যে, গোদাগাড়ী থানাধীন প্রেমতলীস্থ খেতুর ধামে গৌরাঙ্গবাড়ি মন্দির, রাধাগোবিন্দ মন্দির, তমালতলা ও ইসকন মন্দিরে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত হতে লক্ষ লক্ষ ধর্মপ্রাণ সনাতনী অংশগ্রহণ করবেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha