আজকের তারিখ : মে ১৪, ২০২৫, ২:২৫ পি.এম || প্রকাশকাল : অক্টোবর ২২, ২০২৪, ৭:০৯ পি.এম
কালুখালী সরকারী কলেজের জমিতে অবৈধ স্থাপনা

রাজবাড়ীর কালুখালী সরকারী কলেজের জমিতে অবৈধ স্থাপনা গড়ে তুলছে একটি ভূমিগ্রাসী চক্র। কলেজ কতৃপক্ষ এদের বাঁধা দিলেও তারা তা মানছে না। ফলে কলেজটির পড়ালেখার পরিবেশ নষ্ট হচ্ছে। হাত ছাড়া হচ্ছে কোটি টাকার সম্পদ থেকে।
জানা গেছে, কলেজটি পাশের ৯১ শতাংশ জমি পানি উন্নয়ন বোর্ডের। দীর্ঘদিন ধরে জমিটির কলেজ কতৃপক্ষ লীজ গ্রহন করে জমিটি ব্যবহার করে। সম্প্রতী একটি দখলদার চক্র রাতের আঁধারে ওই জমির দখল নিচ্ছে। এছাড়া কতৃপক্ষের অনুমতি না নিয়ে অন্য একটি মহল কলেজের জমিতে বাঁশহাট গড়ে তুলেছে।
এতে কলেজের পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে। কলেজে পরীক্ষা চলাকালে বাঁশ ব্যবসায়ীরা ১৪৪ ধারা ভঙ্গ করে হাট বসালেও কেউ কিছু বলে না।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুন্সী মাহবুবুর রহমান জানায়, সম্প্রতি দূর্গাপূজাসহ বেশ কিছু ধর্মীয় পর্ব থাকায় কলেজ বন্ধ ছিলো। এ সুযোগ কাজে লাগিয়ে কে বা কাহারা কলেজের জায়গায় নতুন ঘর তৈরি করেছে।
তিনি এ ব্যাপারে ব্যবস্থা গ্রহনের জন্য জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha