আজকের তারিখ : জুলাই ১৫, ২০২৫, ১:৫৮ এ.এম || প্রকাশকাল : অক্টোবর ২২, ২০২৪, ৬:০৮ পি.এম
ঢাকার এপিপি হলেন কালুখালীর কৃতি সন্তান এ্যাডভোকেট সবুর খান

ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর পদে নিয়োগ পেয়েছেন রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার কৃতি সন্তান এ্যাডভোকেট মোঃ সবুর খান। গত ১৪ই অক্টোবর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের এক প্রজ্ঞাপনে তাকে এই নিয়োগ দেওয়া হয়েছে।
জানা গেছে, ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে সদ্য নিয়োগ প্রাপ্ত অ্যাডভোকেট মোঃ সবুর খান ঢাকা কলেজ থেকে দর্শন বিভাগে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। পরবর্তীতে তিনি ঢাকা সেন্ট্রাল 'ল' কলেজ থেকে এলএলবি ডিগ্রী অর্জন করেন। তিনি ২০১৮ সালের ২৩ ডিসেম্বর বার কাউন্সিলের লাইসেন্স পান। এরপর তিনি ২০১৯ সালের ৭ই মার্চ ঢাকা বারে সদস্যপদ লাভ করেন।
উল্লেখ্য গত ১৪ অক্টোবর ঢাকা জেলা ও দায়রা জজ আদালত, সিএমএম আদালত এবং বিভিন্ন ট্রাইব্যুনালে সর্বমোট ৬৬৯ জন আইনজীবীকে পিপি, জিপি, এপিপি ও এজিপি হিসেবে নিয়োগ প্রদান করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ (জিপি-পিপি শাখা)।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha