আজকের তারিখ : নভেম্বর ১৮, ২০২৪, ২:৩৬ পি.এম || প্রকাশকাল : অক্টোবর ২২, ২০২৪, ৫:৩৩ পি.এম
দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে দুই ফেরির সংঘর্ষ
ঘন কুয়াশার কারণে দেশের ব্যস্ততম দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দুই ফেরির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দু’টি প্রাইভেটকার ক্ষতিগ্রস্থ হয়। পরে তাদেরকে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ ক্ষতিপুরণ প্রদান করেছে। মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৬ টার দিকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটের মাঝনদীতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
রাজবাড়ীর চরখানখানাপুরের ক্ষতিগ্রস্থ মাইক্রোর চালক এরশাদ জানান, পৌনে ৬টার দিকে পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়ার উদ্দেশ্যে ফেরি ছেড়ে আসে। ঘন কুয়াশার কারণে মাঝনদীতে সকাল সাড়ে ৬টার সময় ফেরি ভাষা শহীদ বরকত এসে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরকে ধাক্কা দেয়। এতে আমার মাইক্রো ও একটি প্রাইভেটকার ক্ষতিগ্রস্থ হয়। পরে প্রাইভেটকার চালককে ৫০ হাজার ও আমাকে ১৬ হাজার টাকা ক্ষতি পুরণ দেয়। আমার প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) ইমরান মাহমুদ তুহিন বলেন, ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটের মাঝনদীতে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ও ফেরি ভাষা শহীদ বরকতের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরে থাকা প্রাইভেটকার ঢাকা মেট্রো-চ-১২-৮২১৮ ও মাইক্রো ঢাকা মেট্রো-চ-১৩-৭৭৯৪ ক্ষতিগ্রস্থ হয়। পরে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ কুষ্টিয়ার প্রাইভেটকার চালক ফুয়াদ রেজাকে ৫০ হাজার টাকা এবং রাজবাড়ীর চরখানখানাপুরের মাইক্রো চালক এরশাদকে ১৬ হাজার টাকা ক্ষতিপুরণ প্রদান করেন।
বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর মাষ্টার হাসান আলী বলেন, মাঝ নদীতে পৌছে কুয়াশায় আটকা পরি। কিছুক্ষণ পর পিছনে ফেরি ভাষা বরকত দেখে মাইকে সতর্ক করি। ৭টার দিকে অতিক্রম করার সময় ভাষা বরকত ফেরির সামনের পকেটে আঘাত করায় গেট ভেঙ্গে প্রাইভেটকার ও মাইক্রোবাসে আঘাত করে। ফেরিরও অনেক ক্ষতি হয়েছে।
ভাষা শহীদ বরকত মাষ্টার সাইফুল ইসলাম বলেন, কুয়াশায় দুর থেকে মনে হচ্ছিল সমস্যা হবে না, ভেবেই পাশ কাটিয়ে যাওয়ার সময় ¯্রােতে ফেরির মুখ ঘুরে গিয়ে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের সাথে আঘাত লাগে। এটা দুর্ঘটনা ছাড়া কিছুই না।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক মোঃ সালাহ উদ্দিন সত্যতা নিশ্চিত করে বলেন, মাঝনদীতে ঘটনা ঘটেছে। এটা মেরিন শাখা থেকে বলতে পারবেন। তাদের সাথে কথা বলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha