আজকের তারিখ : জানুয়ারী ১০, ২০২৫, ৭:০৬ পি.এম || প্রকাশকাল : অক্টোবর ২২, ২০২৪, ২:৩৭ পি.এম
তানোরে এলজিইডি’র উন্নয়ন চিত্র
রাজশাহীর তানোরে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে বিভিন্ন এলাকায় সড়ক-সেতুর উন্নয়নে আর্থসামাজিক ও জীবনযাত্রার মান বেড়েছে। সংশ্লিষ্ট এলাকার মানুষ আধুনিক যোগাযোগ ব্যবস্থার সুফল পাচ্ছেন। উপজেলা প্রকৌশলী সাইদুর রহমানের কঠোর দেখভালের কারণে সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান এসব উন্নয়ন কাজে কোনো আনিয়ম-দূর্নীতির সুযোগ পাচ্ছেন না বলে অভিমত এলাকাবাসীর।এতে উপজেলা প্রকৌশলীর প্রচেষ্টায় প্রায় স্বচ্ছতার সঙ্গে এসব উন্নয়ন কাজের বাস্তবায়ন সম্পন্ন করা হয়েছে। এখানো অনেক উন্নয়ন কাজ চলমান রয়েছে। উপজেলা সদর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামাঞ্চলের মেঠোপথ পাকাকরণ, সংস্কার, সেতু-কালভ্রাট নির্মাণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আধূনিক ও দৃষ্টিনন্দন একাডেমিক ভবন নির্মাণ এবং সংস্কার,হাট-বাজার ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণ করা হয়েছে।
জানা গেছে, উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে (আর,ডি,আর,আই,ডিপি) প্রকল্পের আওতায় উপজেলার কামারগাঁ ইউনিয়নের (ইউপি) মাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়েের কানেক্টিং রাস্তা পাকাকরণ। মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কানেক্টিং রাস্তা পাকাকরণ। হাতিনান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কানেক্টিং রাস্তা পাকাকরণ। কামারগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কানেক্টিং রাস্তা পাকাকরণ। কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কানেক্টিং রাস্তা ও কচুযা-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কানেক্টিং রাস্তা পাকাকরণ। পাঁচন্দর ইউনিয়নের (ইউপি) যোগীশো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কানেক্টিং রাস্তা পাকাকরণ। দেউলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কানেক্টিং রাস্তা পাকাকরণ।
কলমা ইউনিয়নের (ইউপি) শংকরপুর প্রাথমিক বিদ্যালয়ের কানেক্টিং রাস্তা পাকাকরণ। দরগাডাঙা সাধুরহাট কানেক্টিং রাস্তা এবং তালন্দ ইউনিয়নের (ইউপি) কালনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কানেক্টিং রাস্তা পাকাকরণ। চাঁন্দুড়িয়া ইউনিয়নের (ইউপি) রাতৈল-সুন্দপুর-কাঠালপাড়া কানেক্টিং রাস্তা পাকাকরণ। বাধাইড় ইউনিয়নের (ইউপি) প্রকাশনগর-বৈদ্যপুর-দরিয়া কানেক্টিং রাস্তা পাকাকরণ করা হয়েছে। এবং ধামধুম-মোহাম্মদপুর খাল পুনঃখনন কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। এছাড়াও (ভি,আর,আরপি) প্রকল্পের আওতায় তানোর-আমনুরা রাস্তা থেকে আড়াদিঘী গ্রামের কানেন্টিং রাস্তা পাকাকরণ করা হয়েছে। এদিকে (এডিপি) প্রকল্পের আওতায় উপজেলার বিভিন্ন এলাকায় ৫টি রাস্তা ড্রেনসহ এইচবিবিকরণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার মুন্ডুমালা-সাতপুকুরিয়া প্রায় সাড়ে ৪ কিলোমিটার, মালশিরা মাদরাসা মোড়-কামারগাঁ প্রায় ৫ কিলোমিটার, চন্দনকৌঠা-হাতিনান্দা প্রায় ৪ কিলোমিটার, হরিপুর প্রায় ৫০০মিটার,, হরিশপুর প্রায় ৩ কিলোমিটার, কোয়েল-বানিয়াল প্রায় দেড় কিলোমিটার,গোয়ালপাড়া প্রায় এক কিলোমিটার, দেউলা তিন কিলোমিটার রাস্তা ইউড্রেন ও কালভ্রাটসহ পাকাকরণ কাজ সম্পন্ন হয়েছে। এছাড়াও তানোর-চৌবাড়িয়া সড়কের চাপড়া ও হাতিশাইল দুটি সেতুর নির্মান করা হচ্ছে। চন্দনকৌঠা-মালার মোড় রাস্তার চন্দনকৌঠা মাঠে দৃষ্টিনন্দন ব্রীজ নির্মাণ করা হয়েছে। অন্যদিকে তানোর-সইপাড়া রাস্তার প্রায় এক কিলোমিটার এইচবিবিকরণ করা হয়েছে। এছাড়াও কলমা-বনগাঁ প্রায় আড়াই কিলোমিটার ও দরগাডাঙ্গা-নড়িয়াল প্রায় তিন কিলোমিটার দৃষ্টিনন্দন ইউ ব্লক রাস্তা নির্মাণ করা হয়েছে।
এদিকে লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট রুরাল কানেক্টিভিটি ইমপ্রুভমেন্ট (আরসিআইপি) প্রকল্পের অর্থায়নে প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে প্রায় ১০০;কিলোমিটার রাস্তার উন্নয়ন কাজ করা হয়েছে। তানোর-আমনুরা প্রায় ২০ কিলোমিটার,তানোর-চৌবাড়িয়া প্রায় ১৫ কিলোমিটার,তানোর-বাগধানী প্রায় ১৫ কিলোমিটার,তানোর-বিল্লী প্রায় ২০ কিলোমিটার,সরনজাই-কাঁকনহাট রাস্তার ৫ কিলোমিটার,আয়ড়া-বিল্লী প্রায় ১৫ কিলোমিটার, কামারগাঁ ইউপির কচুয়া- হাতিশাইল, মুন্ডুমালা পৌর এলাকার আয়ড়া-বিল্লী,সরনজাই-দেবিপুর-লালপুর- নারায়নপুর, ইলামদহীহাট হয়ে প্রকাশনগর রাস্তাসহ বিভিন্ন রাস্তার উন্নয়ন করা হয়েছে। এবিষয়ে উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান বলেন, উপজেলার বিভিন্ন এলাকার উন্নয়নমূলক কাজগুলো জলবায়ৃ পরিবর্তনের সঙ্গে সমন্বয় রেখে বাস্তবায়ন করা হয়েছে। তিনি বলেন, চলমান উন্নয়ন কাজ সম্পন্ন হলে উপজেলায় যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন সাধিত হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha