হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে ও জনসচেতনতা বৃদ্ধিতে বিশ্বব্যাপী পালিত হচ্ছে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৪। এবারের প্রতিপাদ্য "স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ"। সোমবার (২১ অক্টোবর) সকাল ১০ টায় ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার আয়োজনে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প এলজিইডির সহযোগিতায় হাত ধোয়া প্রদর্শনী, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে বোয়ালমারী পৌরসভা চত্বরে হাত ধোয়া প্রদর্শনীর পর একটি র্যালি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্ত্বরে এসে উপজেলা নির্বাহী অফিসার ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার উপস্থিতিতে র্যালির মূল কার্যক্রম শুরু হয়। পরে উপজেলা থেকে বোয়ালমারী পৌরসভার ভবনের দ্বিতীয় তলার হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় স্যানিটেশন ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, তানভীর হাসান চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কে.এম মাহমুদ রহমান, বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম রসূল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আবু আহাদ মিয়া, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোল্লা মোঃ শফিকুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ ইকরামুল্লাহ চৌধুরী, সমাজ উন্নয়ন কর্মকর্তা মোসাঃ আজমিরী খাতুন, সহকারি প্রকৌশলী প্রণব মল্লিক, হিসাব রক্ষন কর্মকর্তা মোঃ সবুরুল ইসলাম, CDA (IUGIP) মোঃ মনিরুজ্জামান, CDA (IUGIP) বিপ্লব বিশ্বাস।
আলোচনা সভায় বক্তারা হাত ধোয়ার গুরুত্ব সম্পর্কে বিভিন্ন তথ্য ও উপাত্ত তুলে ধরেন। এ সময় পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ ইকরাম উল্লাহ চৌধুরী সকল জনগণের উদ্দেশ্যে বলেন- পাঁচ বছরের কম বয়সী শিশুদের ডায়রিয়া ও নিউমোনিয়া উভয় প্রবনতা কমাতে পানি ও সাবান দিয়ে হাত ধোয়া একটি ব্যয়-সাশ্রয়ী উদ্যোগ। কিছু নির্দিষ্ট সময়, বিশেষ করে খাবার গ্রহণের পূর্বে বা খাবার প্রস্তুতের পূর্বে এবং টয়লেট ব্যবহারের পর সাবান দিয়ে দুই হাত ধোয়ার মাধ্যমে ডায়রিয়ার হার প্রায় ৪০ শতাংশের বেশি ও তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণ প্রায় ২৩ শতাংশ কমানো সম্ভব।
উল্লেখ্য, সুস্বাস্থ্য ও উন্নয়নের লক্ষ্যে জনসাধারনের মধ্যে সাবান দিয়ে হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরা ও প্রচারের উদ্দেশ্যে সারা বিশ্বে একযোগে বিশ্ব হাত ধোয়া দিবস পালন করা হয়। ২০০৮ সাল থেকে প্রতি বছর ১৫ অক্টোবর দিবসটি পালিত হয়ে আসছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha