কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় রাস্তা সম্প্রসারণের কাজ বন্ধ করে পালিয়েছে ঠিকাদার। ফলে ওই এলাকার বসবাসরত মানুষের চলাচলে চরম দুর্ভোগ দেখা দিয়েছে। উপজেলার হোগোলবাড়িয়া ইউনিয়নের টলটলিপাড়া বাজার থেকে মথুরাপুর ইউনিয়নের মথুরাপুর বাজার পর্যন্ত ৮ কিলোমিটার রাস্তা সম্প্রসারণ কাজ শুরু হয় গত ১৮ মার্চ। রাস্তাটি সম্প্রসারণের জন্য (আর,সি,আই,পি) প্রকল্পের অধীনে ১৮ কোটি ৯১ লাখ ৯৯ টাকা ব্যয়ে উপজেলা এল,জি,ই,ডি দরপত্র আহ্বান করেন।
লটারীর মাধ্যমে (মিজানুর রহমান অ্যান্ড আতা জে.ভি) ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি পেয়ে রাস্তার কাজ শুরু করেন। ২০২৫ সালের ১১ আগস্ট রাস্তাটির কাজ সম্পন্ন হওয়ার কথা থাকলেও কাজ শুরুর কয়েক মাসের মধ্যে ঠিকাদার পালিয়ে যাওয়ায় রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছে এলাকার সাধারণ মানুষ।
ভুক্তভোগী এলাকাবাসী জানান, সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আতাউর রহমান আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হওয়ায় গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর এ কাজের ঠিকাদার কাজ বন্ধ করে তিনিও পালিয়ে যান। রাস্তার কাজ শুরু করার পর ৫-৬টি কালভার্ট ভেঙে ফেলে ও রাস্তার পাশে বালি ও পাথর ফেলে রাখা হয়, যার ফলে রাস্তাটি আরো সঙ্কুচিত হয়ে পড়ে। এমন অবস্থায় রাস্তায় চলাচলে এলাকার জনসাধারণের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এলাকাবাসী আরও বলেন, তারাগুনিয়া ও মথুরাপুর বাজারে যাওয়ার একমাত্র রাস্তা হওয়ায় প্রতিনিয়ত তাদের চরম দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে দৌলতপুর উপজেলা প্রকৌশলী তৌহিদুল ইসলাম জোয়ার্দার বলেন, নতুন করে কাজের ওয়ার্ক বৃদ্ধি করে ঠিকাদার নিয়োগের চেষ্টা চলছে। তিনি রাস্তার কাজটি খুব দ্রুত শেষ করার আশ্বাস দেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha