আজকের তারিখ : জুলাই ১৪, ২০২৫, ৯:৩৭ পি.এম || প্রকাশকাল : অক্টোবর ২০, ২০২৪, ৬:৪৭ পি.এম
কুষ্টিয়ায় শশুর বাড়ি থেকে জামাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুষ্টিয়ার সিমান্ত এলাকা থেকে রাসেল কারিকর (২২) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে দৌলতপুর থানার উপ পরিদর্শক (এস আই) উত্তম কুমার।
গতকাল শনিবার (১৯ অক্টোবর) বিকেলে কুষ্টিয়া দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের সিমান্তবর্তী ধর্মদহ এলাকা থেকে নিহত ওই যুবককের শশুর বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয় ।
নিহত রাসেল উপজেলার মথুরাপুর ইউনিয়নের মথুরাপুর গ্রামের মজিদুল ইসলামের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, রাসেল ৬ থেকে ৭ মাস শশুর শরিফুল ইসলামের বাড়িতেই বসবাস করছে। সে তেমন কোন কাজ কাম করতো না।
পরিবারের সদস্যদের কাছ থেকে টাকা নিয়ে চলত এক পর্যায়ে পরিবারের লোকজনের উপর অভিমান করে সে তার শশুর বাড়িতে তার থাকার ঘরের আড়ার সাথে পরনের লুঙ্গি পেচিয়ে আত্মহত্যা করে।
এবিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আউয়াল কবির বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha