জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পার্বতীপুর, বেচখন্ড, শিবসমুদ্র ও বলিস শিবসমুদ্র গ্রামের জনসাধারণের চলাচলের রাস্তার বেহাল অবস্থা চলছে। কাঁচা রাস্তা পাকা করার লক্ষ্যে খনন করা হলেও, গত ৭ মাস ধরে রাস্তার কাজ বন্ধ রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, খননের পর ঢেলে রাখা বালু বৃষ্টির পানিতে পাশের জমিতে নেমে যাওয়ায় রাস্তার বিভিন্ন জায়গায় গর্তের সৃষ্টি হয়েছে। এর ফলে মাঠ থেকে ভ্যানে আলু ও ধান বাড়িতে আনা অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে এবং বাজারে বিক্রির জন্য নেওয়াও ব্যয়বহুল হয়ে গেছে।
এছাড়া, ভ্যান, ইজি বাইক, সাইকেল ও মোটরসাইকেলের চলাচলে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। রোগীকে ভ্যানে করে হাসপাতালে নিয়ে যেতে কষ্ট হচ্ছে এবং শিক্ষার্থীরা বিদ্যালয়ে যেতে অনীহা প্রকাশ করছে।
স্থানীয়রা দ্রুত রাস্তাটির নির্মাণ কাজ সম্পূর্ণ করার দাবি জানিয়েছেন। রাস্তার ঠিকাদার কালিচরণ আগরওয়ালার মোবাইল যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। কানাই উপজেলা প্রকৌশলী সিরাজুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে জানা যায়, ঠিকাদার পলাতক, তবে তিনি রাস্তাটির নির্মাণ কাজ শেষ করার আশ্বাস দিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha