আজকের তারিখ : এপ্রিল ৪, ২০২৫, ৮:২৩ পি.এম || প্রকাশকাল : অক্টোবর ২০, ২০২৪, ১২:০১ এ.এম
পটিয়ায় মানিক চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

চট্টগ্রামের পটিয়ায় অনুষ্ঠিত হলো মানিক চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এই টুর্নামেন্টের আয়োজন করা হয় পটিয়া হাবিলাসদ্বীপ সমাজ কল্যাণ সংসদের উদ্যোগে, সমাজকর্মী ও ক্রীড়ানুরাগী দীপঙ্কর চৌধুরী কাজলের পৃষ্ঠপোষকতায়।
ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় সংগঠনের নিজস্ব মাঠে। রাউন্ড রবীন লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী চারটি দলের মধ্যে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দুটো দল হলুদ একাদশ টিম ও লাল একাদশ টিম ফাইনালে মুখোমুখি হয়। ফাইনালে হলুদ একাদশ টিম ৩-০ গোলে লাল একাদশ টিমকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা পরিচালনা করেন রেফারি নয়ন সেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী কনক চৌধুরী বাবু। সঞ্চালনা করেন প্রদীপ্ত চক্রবর্তী, রনন ও রাজু দাসগুপ্ত। অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রী মৃদুল কান্তি নন্দী, দীপক কান্তি সরকার, দেবব্রত দাস বটু, স্বপন চৌধুরী, দেবাশীষ রক্ষিত মানু, প্রকৌশলী রাজীব দাশ, শ্রী যীশুকেষ বিশ্বাস, প্রত্যয় চক্রবর্তী, অরুপ চৌধুরী, অরবিন্দু চৌধুরী অঞ্জন ও দীপেশ চৌধুরী দেবু।
টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা, সেরা খেলোয়াড় এবং সেরা গোলরক্ষকের পুরস্কার লাভ করেন যথাক্রমে রবীন চন্দ, সুজন দাস ও সৌরভ চৌধুরী।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha