নোয়াখালীর সুবর্ণচরের চরওয়াপদা ইউনিয়নের থানার হাট মডেল হাই স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষিকা খোদেজা আক্তার শিখাকে একই স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মান্নানের অনৈতিক কু প্রস্তাবের প্রতিবাদ ও অভিযুক্ত শিক্ষকের পদত্যাগ এবং বিচার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে প্রতিষ্ঠানে সাবেক ও বর্তমান ছাত্রদের সংগঠন ছাত্র পরিষদ ৷
রবিবার (২০ অক্টোবর) সকালে এ অবস্থান ধর্মঘট পালন শুরু করেছে ছাত্র পরিষদ৷ এসময় ছাত্র পরিষদের এক সমন্বয়ক আব্দুল্লাহ ফারুক জানিয়েছেন, থানার হাট মডেল হাই স্কুল এন্ড কলেজ সুবর্ণচরের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ৷ এ প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক দীর্ঘদিন পর্যন্ত নানা অনিয়ম ও শিক্ষক হয়রানির সাথে জড়িত রয়েছে ৷
এ সময় ছাত্ররা অভিযোগ করে আরও বলেন, প্রধান শিক্ষক তার নিজের অনিয়ম ঢাকতে সে ভিন্ন এলাকার রাজনৈতিক প্রভাবশালীদের স্কুল সভাপতি করে রাখতো ৷ কোন কিছু বললেই হামলা মামলার ভয় দেখিয়ে কাউকে প্রতিবাদ করার সুযোগ দিতো না ৷ এ বিষয়ে গণমাধ্যম কর্মীরা মুখ খুললে তাদের বিরুদ্ধেও ছাত্রদের নিয়ে মিছিলের অভিযোগও পাওয়া গেছে প্রধান শিক্ষক আব্দুল মান্নানের বিরুদ্ধে ৷
এ বিষয়ে খোঁজ নিয়ে জানা গেছে, গেল কয়েকবছর যাবৎ নানা সময়ে সহকারী প্রধান শিক্ষিকা খোদেজা আক্তার শিখাকে নানা কু প্রস্তাব দেন এ প্রধান শিক্ষক৷ গত মঙ্গলবার (৮ অক্টোবর) স্কুল চলাকালীন সময়ে তার কু-প্রস্তাবে রাজি না হওয়ায় ঠুনকো বিষয় নিয়ে ঐ নারী শিক্ষিকাকে চুলের মুঠি ধরে এলোপাতাড়ি কিল-ঘুষি দিতে থাকে ৷ পরে, একই স্কুলের পরিচ্ছন্নতা কর্মী জামশেদ, সহকারী শিক্ষক আজগর ও অন্যান্যরা ঐ নারী শিক্ষিকাকে প্রধান শিক্ষকের হাত থেকে রক্ষা করে ৷ এ সময় ঐ শিক্ষিকা তার শরীরে যৌন হয়রানির অভিযোগ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ করেন ৷ যা বিভিন্ন গণমাধ্যম সংবাদ প্রচার করেছে ৷
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক এ সময় জানিয়েছেন, একই প্রতিষ্ঠানের ধর্মীয় শিক্ষককে গত কিছুদিন আগে মারধর করে ৷ এক পর্যায়ে সেই ধর্মীয় শিক্ষক প্রধান শিক্ষক আব্দুল মান্নানকে জুতা পেটা করে ৷ এ ঘটনায় তৎকালীন সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ওমর ফারুককে স্কুল সভাপতি করে নানা হয়রানি করে এ প্রধান শিক্ষক ৷
শিক্ষক এবং ছাত্রদের সাথে কথা বলে জানা গেছে, একই স্কুলের অফিস সহকারী জয়নাল আবেদীনের সাথে সে সবসময়ই খারাপ আচরণ করে ৷ চাকরির ভয়ে কিছু না বললেও ছাত্ররা তা স্বীকার করে ৷ তার নির্যাতনে বিভিন্ন গণমাধ্যম সুত্রে স্কুল ছাত্রী বিষপানের অভিযোগও রয়েছে ৷
এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক আব্দুল মান্নানের সাথে যোগাযোগ করা হলে তিনি কোন মন্তব্য করতে রাজি নন বলে মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করেন ৷ পরে, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. গোফরান উদ্দিনের সাথে কথা বললে তিনি জানান, এ বিষয়ে অভিযোগের সত্যতা প্রমাণ পেলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে উদ্বর্তন কর্তৃপক্ষ ৷
এদিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান জানিয়েছেন, যৌন হয়রানির অভিযোগ তারা পেয়েছেন, এ বিষয়ে (আজ) রবিবার বিকেলে স্বাক্ষীদের বক্তব্য নেয়া হবে ৷ পরবর্তীতে ঘটনার সত্যতার আলোকে আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন এ কর্মকর্তা ৷