নাটোরের লালপুরে পৃথক পৃথক অভিযানে গাজা, ইয়াবা, ফেনসিডিল ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ৪ জনকে আটক করেছে লালপুর থানা পুলিশ।
লালপুর থানার সূত্রে জানা গেছে, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ১৮ অক্টোবর শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত লালপুরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা ৬:৪৫ মিনিটে লালপুর থানা পুলিশের একটি দল কৃষ্ণরামপুর (বাঙ্গালপাড়া) গ্রামের চঞ্চল মাল (৪৭) এর মুদি দোকান থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করে। চঞ্চল মাল মৃত নইমুদ্দিন মালের ছেলে।
সন্ধ্যা ৭:৪০ মিনিটে আরেক অভিযানে লালপুর থানার জোকাদহ গ্রামের জৈনক মইনুল ইসলামের মুদি দোকানের সামনে থেকে সুজন আলী (৩৪) কে ১০টি নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। সুজন আলী পাবনা জেলার ঈশ্বরদী থানার আরামবাড়িয়া (দক্ষিণপাড়া) গ্রামের ওসমান গণির ছেলে।
এদিকে, রাত ১০টায় আরেকটি অভিযানে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের রহিমপুর গ্রাম থেকে খাদিজুল ইসলাম (৩৫) কে আটক করা হয়। তিনি রাজশাহীর চারঘাট থানাধীন কাকড়ামারী এলাকার অজ্ঞাতনামা মাদক ব্যবসায়ীর কাছ থেকে স্বল্পমূল্যে ফেনসিডিল ক্রয় করে লালপুর থানা এলাকার মাদক সেবনকারীদের কাছে বিক্রির উদ্দেশ্যে এনেছিলেন। তাঁর কাছ থেকে তিন বোতল অবৈধ ফেনসিডিল উদ্ধার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় ৩টি মামলা রুজু করা হয়েছে। এছাড়াও রাতে মোহরকয়া গ্রাম থেকে কলম হোসেন নামে একজন ওয়ারেন্টভুক্ত আসামিকেও গ্রেফতার করা হয়েছে।
লালপুর থানার অফিসার ইনচার্জ মো. নুরুজ্জামান জানান, আটকৃতদের শনিবার (১৯ অক্টোবর) নাটোর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha