আজকের তারিখ : নভেম্বর ২৪, ২০২৪, ৪:৫৫ পি.এম || প্রকাশকাল : অক্টোবর ১৮, ২০২৪, ৮:০৩ পি.এম
সড়ক নিরাপত্তা বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
রাজশাহী মোহনপুরে নিরাপদ সড়ক চাই এর আয়োজনে সড়ক নিরাপত্তা বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ অক্টোবর) সময় সোয়া ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা সভাপতিত্বে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। প্রশিক্ষক হিসাবে ছিলেন নিরাপদ সড়ক চাই এর মহাসচিব এসএম আজাদ হোসেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেশরহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ গিয়াস উদ্দিন, শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোহসিন আলী। শতফুল বাংলাদেশ নির্বাহী পরিচালক নাজিম উদ্দীন মোল্লা। উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক জিএএম আব্দুল আওয়াল, সাবেক ইউপি চেয়ারম্যান কাজিম উদ্দিন, অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) আছের আলী, ট্রাফিক সার্জেন্ট মাহাবুব হোসেন, জামায়াতে ইসলামী সেক্রেটারী আব্দুল গফুর মৃধা, ব্র্যাকসীড পরিবেশক রাশেদুল ইসলাম, উপজেলা নিরাপদ সড়ক চাই এর সভাপতি মিজানুর রহমান, ওসমান আলী, কেশরহাট বাজার সমিতির সাধারণ সম্পাদক শরিফুল ইসলামসহ- প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পুলিশ কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ ও সূধীজন বৃন্দ।
প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি বলেন, গাড়ি চালানোর সময় ট্রাফিক আইন মেনে চালাবেন। তাতে করে সড়ক দূর্ঘটনা থেকে আমরা সবাই রক্ষা পাবো। সবাই মাথায় হেলমেট দিয়ে গাড়ি চালাবেন এবং আপনার সন্তানদের ড্রাইভিং না হওয়া পর্যন্ত গাড়ি তাদেরকে গাড়ি চালাতে দিবেন না। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক আমজাদ হোসেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha