আজকের তারিখ : নভেম্বর ২৪, ২০২৪, ২:২৫ পি.এম || প্রকাশকাল : অক্টোবর ১৭, ২০২৪, ৭:৩৮ পি.এম
গোপালগঞ্জে বটগাছ কাটা নিয়ে গ্রামবাসীর প্রতিবাদ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ভাবড়াশুর বাজারের রাস্তার পাশের বিশালাকৃতির একটি বটগাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভাবড়াশুর গ্রামবাসীর পক্ষে আমজাদ হোসেন মুকসুদপুর সহকারী কমিশনার (ভূমি) এর নিকট অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সরকারি রাস্তার দক্ষিণ পাশে থাকা গাছটি বাজারের সৌন্দর্য বৃদ্ধি এবং গরমে গ্রামবাসীদের জন্য ছায়া দিত। কিন্তু গত ৫ আগস্ট রাতের অন্ধকারে একই গ্রামের অসীম দেওয়ান ও তার সহযোগীরা গাছটির সমস্ত ডাল মুড়িয়ে কেটে ফেলেন। পরের দিন গ্রামবাসী তাদের কাছে এ ব্যাপারে জানতে চাইলে, তারা গাছটি গোড়া থেকে কেটে ফেলবে বলে হুমকি দেয়। এরপর ১০ অক্টোবর প্রকাশ্যে গাছটি গোড়া থেকে কেটে ফেলা হয়। এ সময় গ্রামবাসী বাধা দিতে গেলে তারা সশস্ত্রভাবে তাদের উপর তেড়ে আসে।
এলাকাবাসী দাবি করেছেন, এমন বেআইনি কার্যক্রমের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। অভিযুক্ত অসীম দেওয়ান দাবি করেছেন, "এটি আমার জায়গার গাছ, আমি কেটেছি।"
মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আসাদুজ্জামান নূর জানান, তিনি ইউনিয়ন ভূমি অফিসারকে ঘটনাস্থলে পাঠিয়েছেন এবং তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha