রাজবাড়ীর গোয়ালন্দে সৌদি আরব প্রবাসী যুবক সবুজ শেখ (৩৫) হত্যার ঘটনায় থানায় মামলা গ্রহণ, প্রধান অভিযুক্ত স্ত্রী রোকসানা (২৫) ও তার প্রেমিককে দ্রুত গ্রেফতার করার দাবিতে এলাকাবাসী ও নিহতের স্বজনরা মানববন্ধন ও বিক্ষোভ করেছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টা থেকে সারে ১১টা পর্যন্ত ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ উপজেলার মকবুলের দোকান এলাকায় শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি পালিত হয়। কর্মসূচির ফলে মহাসড়কের উভয় পাশে অন্তত দুই কিলোমিটার করে ৪ কিলোমিটার জুড়ে যানজট সৃষ্টি হয়, যার ফলে যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম ঘটনাস্থলে এসে থানায় মামলা গ্রহণ ও দুই দিনের মধ্যে আসামিদের গ্রেফতারের আশ্বাস দিলে বিক্ষুব্ধরা মহাসড়ক অবরোধ তুলে নেন।
সবুজের মা অভিযোগ করেন, তার ছেলের স্ত্রী রোকসানার পরকীয়া প্রেমের সম্পর্ক রয়েছে স্থানীয় যুবক রাসেলের সাথে। তিনি দাবি করেন, রোকসানা ও রাসেল পরিকল্পিতভাবে তার ছেলেকে হত্যা করেছে। নিহতের চাচা ও অন্যান্য স্বজনরা জানান, তারা থানায় অভিযোগ দিতে গিয়েছিল, কিন্তু অভিযোগ গ্রহণ করা হয়নি।
এদিকে, রোকসানা ঘটনাস্থলে এসে দাবি করেন, তার স্বামী ডায়রিয়া ও বমির কারণে মারা গেছে এবং তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি বলেন, তিনি সবুজকে বিষ খাওয়াননি।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানিয়েছেন, সবুজের মৃত্যুর ঘটনায় ইতিপূর্বে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। স্বজনরা নতুন অভিযোগ দিতে চাইলে তা গ্রহণ করা হবে।বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে এবং পরিস্থিতি শান্ত।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha