বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ সালেহ ওয়াই রামাদান আজ বুধবার বিকেলে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রাজধানীর বড় মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাৎ শেষে উভয় পক্ষ এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে অংশ নেন।
জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, “বহুদিন ধরে ফিলিস্তিন একটি নির্যাতিত দেশ, যেখানে অমানবিক নির্যাতন চলছে।” তিনি জানান, বাংলাদেশের সকল মানুষের কাছে ফিলিস্তিনের প্রতি সমর্থন রয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। তিনি আশা প্রকাশ করেন, ফিলিস্তিন একটি স্বাধীন জাতিরাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে, যেহেতু এই অঞ্চল নবী-পয়গম্বরদের স্মৃতিবিজড়িত।
ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ সালেহ ওয়াই রামাদান বাংলাদেশ এবং বিশেষ করে জামায়াতে ইসলামীর সমর্থনের জন্য ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে ফিলিস্তিনের জনগণের প্রতি বাংলাদেশের সহযোগিতা অব্যাহত থাকবে।
সাক্ষাৎকালে জামায়াতের নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেলসহ বিভিন্ন কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, যারা ফিলিস্তিনের জন্য বাংলাদেশের জনগণের সমর্থনের গুরুত্ব তুলে ধরেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha