আজকের তারিখ : মে ১৪, ২০২৫, ১:৫৭ পি.এম || প্রকাশকাল : অক্টোবর ১৬, ২০২৪, ৪:২৯ পি.এম
ফরিদপুর শহরে জেলা বিএনপি’র সাবেক নেতা ফরহাদ হোসেন ঝিনুকে কুপিয়ে জখম

ফরিদপুর শহরে জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন ঝিনুকে কুপিয়ে জখম করেন আলিপুরের সাগর খন্দকার পিতা মৃত ফারুক খন্দকার ।জানা গেছে উক্ত সাগর খন্দকার আজ বুধবার সকাল সাড়ে দশটায় ফরিদপুর শহরের আলিপুরে অবস্থিত রেড ক্রিসেন্ট মার্কেট এর নিচে পানের দোকান হতে চাদা আদায় করে আসছেন।
চাঁদা আদায় কে কেন্দ্র করে সেখানে অবস্থানরত ফুটপাতের দোকান মালিকেরা সাবেক জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও রেড ক্রিসেন্ট কর্মরত কর্মকর্তা ফরহাদ হোসেন ঝিনুকে জানানো হলে তিনি সাগর খন্দকারকে তার নিজ বাসভবনের কাছাকাছি কবি জসীমউদ্দীন রোডের হাসিবুল হাসান লাভলুর বাড়ির সামনে ডেকে বিষয়টি মীমাংসার জন্য তাকে বলেন।
সাগর খন্দকার ঘটনাটি মীমাংসায় না করে একটি চাইনিজ কুড়াল দিয়ে ফরহাদ হোসেন ঝিনুকে উদ্দেশ্য করে তার গায়ে কয়েকটি কোপ দেন। তার পরপরই এলাকার লোকজন তাকে ঘিরে ফেলে এবং সাধারণ জনগণ তাকে মারধর করে কোতয়ালী থানা পুলিশের নিকট সোপর্দ করেন।
উল্লেখ করা যেতে পারে ফরিদপুর জেলা বিএনপির যুগ্ন আহবায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েলের বড় ভাই ফরহাদ হোসেন ঝিনু বর্তমানে ফরিদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। কোতোয়ালি থানা পুলিশ সাগর খন্দকার কে আটক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেছেন বলে জানা যায়।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha