আজকের তারিখ : এপ্রিল ৬, ২০২৫, ১২:২৩ এ.এম || প্রকাশকাল : অক্টোবর ১৫, ২০২৪, ১০:১৯ পি.এম
ভেড়ামারায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন

মঙ্গলবার দুপুর ১২টায় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের নিজস্ব কার্যলয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের সম্মানে সূধি সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কমান্ডার মিজানুর রহমান। তিনি বলেন, "মুক্তিযোদ্ধাদের অবদান আমাদের দেশের ইতিহাসে অমলিন। তাদের স্মৃতিকে মনে রাখতে আমাদের এই কার্যক্রম।"
বক্তব্য রাখেন ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবু দাউদ, মহিউদ্দিন বানাত এবং বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম বিজলী, নুর আলম তাফসের, সুজা উদ্দিন ও নজীবুদ্দৌল্লা। অনুষ্ঠানটি পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমিরুল ইসলাম।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha