২০২৪ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচ.এস.সি) পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডের পাসের হার ৮১.২৪ শতাংশ হয়েছে। এবারে পাস করেছে ১ লাখ ১১ হাজার ৪৪৮ শিক্ষার্থী, যার মধ্যে মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৩৯ হাজার ১৯৩ জন। পরীক্ষায় অংশ নিয়েছিল ১ লাখ ৩৭ হাজার ১৮৪ জন শিক্ষার্থী।
মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. অলীউল আলম তার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই ফলাফল ঘোষণা করেন। এ সময় শিক্ষা বোর্ডের সচিব হুমায়ুন কবিরসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
প্রকাশিত ফল অনুযায়ী, এবার মোট ২৪ হাজার ৯০২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে ১০ হাজার ৩০৫ জন ছেলে এবং ১৪ হাজার ৫৯৭ জন মেয়ে। গত বছরের তুলনায় এবারের পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। গত বছর পাসের হার ছিল ৭৮.৪৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ১১ হাজার ২৫৮ জন।
চেয়ারম্যান অধ্যাপক ড. অলীউল আলম জানান, রাজশাহী বিভাগের আটটি জেলায় মোট ৭৪১টি কলেজ রয়েছে, এর মধ্যে ১২টি কলেজের কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি। আর ৩৫টি কলেজে শতভাগ পরীক্ষার্থী পাস করেছেন। তিনি বলেন, যেসব কলেজের কোনো শিক্ষার্থী পাস করেননি, সেসব কলেজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া, পরীক্ষা চলাকালীন সময়ে অসদুপায় অবলম্বনের অভিযোগে ২৪ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এক বিষয়ে অকৃতকার্যের হারও গত বছরের তুলনায় বেড়ে গিয়ে ১৫.৫৫ শতাংশ হয়েছে, যা গত বছর ছিল ১৪.২৯ শতাংশ। এ বছর ২০৩টি কেন্দ্রে ৭৪১টি কলেজের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha